• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস্তবে বয়স কম হলেও সিরিয়ালে বাচ্চার মা! মিঠাই থেকে খড়ি রইল অভিনেত্রীদের তালিকা

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশ সকলেই। আসলে রোজকার ব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে এই বিনোদনমূলক সিরিয়ালগুলো। সিরিয়ালের চরিত্রদের নিখুঁতভাবে টিভির পর্দায় ফুটিয়ে তুলতে সিরিয়ালের নায়িকাদের কত কিই না জানি করতে হয়।  এমনকি বাস্তব জীবনে বয়স বেশি না হলেও সিরিয়ালের চরিত্রের খাতিরে মা হয়ে যান অনেকে। আজ বং ট্রেন্ডের পাতায় থাকলো বাংলা টেলিভিশনের এমনই কয়েকজন জনপ্রিয় মায়ের তালিকা।

১) সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)

   

Mithai actress Soumitrisha with her little gpal video goes viral

সিরিয়ালে কিছুদিন আগেই মা হয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। ধারাবাহিকে এখন মিঠাই সিদ্ধার্থের এই একরত্তি ছেলে শাক্যকে নিয়েই নিয়েই মেতে থাকেন গোটা মোদক পরিবার। তবে ধারাবাহিকে গতকালই দেখা গিয়েছে নতুন স্কুলে এসে কিডন্যাপ হয়ে গিয়েছে জুনিয়র মোদক বাবু।

২) সোলাঙ্কি রায় (Solanki Roy)

Solanki Roy Panchami look

সোলাঙ্কি রায় এই মুহূর্তে গাঁটছড়া সিরিয়ালে খড়ির চরিত্রে অভিনয় করলেও। ইতিপূর্বে  সাতভাই চম্পা,ইচ্ছেনদী,আর কাদম্বিনী সিরিয়ালে মা হওয়ার পাঠ করেছিলেন।

৩) স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)

সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,সোলাঙ্কি রায়,Solanki Roy,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,তিয়াসা লেপচা,Tiyasa Lepcha,পল্লবী শর্মা,Pallavi Sharma,তৃণা সাহা,Trina Saha,রুকমা রায়,Rooqma Roy,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy

এই মুহূর্তে তিনি অনুরাগের ছোঁয়া সিরিয়ালে নায়িকা দীপা চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকে এখন তাকে প্রেগন্যান্ট অবস্থায় দেখা যাচ্ছে। খুব শিগগিরই পৃথিবীর আলো দেখতে চলেছে তার গর্ভের সন্তান।

৪) দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)

দিতিপ্রিয়া রায় Ditipriya Roy Rani Rashmoni রাণী রাসমণি

করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালে রানীমার চরিত্রে অভিনয় করে তাকে লাগিয়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ধারাবাহিকে তিনি শুধু মা হননি সেইসাথে দিদা হতেও দেখা গিয়েছিল তাকে।

৫) তিয়াসা লেপচা (Tiyasa Lepcha)

সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,সোলাঙ্কি রায়,Solanki Roy,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,তিয়াসা লেপচা,Tiyasa Lepcha,পল্লবী শর্মা,Pallavi Sharma,তৃণা সাহা,Trina Saha,রুকমা রায়,Rooqma Roy,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy

জী বাংলার জনপ্রিয় সিরিয়াল কৃষ্ণকলি তে শ্যামা অভিনেত্রী তিয়াসা লেপচাকেও কৃষ্ণা আর শিবার মা হতে দেখা গিয়েছিল।

৬) পল্লবী শর্মা (Pallavi Sharma)

সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,সোলাঙ্কি রায়,Solanki Roy,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,তিয়াসা লেপচা,Tiyasa Lepcha,পল্লবী শর্মা,Pallavi Sharma,তৃণা সাহা,Trina Saha,রুকমা রায়,Rooqma Roy,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy

কে আপন কে পর সিরিয়ালে জবা অভিনেত্রী পল্লবী শর্মাকেও একসময় মা হতে দেখা গিয়েছিল। প্রসঙ্গত খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসছে অভিনেত্রীর নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু।

৭) তৃণা সাহা (Trina Saha)

সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,সোলাঙ্কি রায়,Solanki Roy,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,তিয়াসা লেপচা,Tiyasa Lepcha,পল্লবী শর্মা,Pallavi Sharma,তৃণা সাহা,Trina Saha,রুকমা রায়,Rooqma Roy,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy

খড়কুটো সিরিয়ালে গুনগুন অভিনেত্রী তৃণা সাহাকেও মা হতে দেখা গিয়েছিল। সিরিয়ালে তাঁর কোল আলো করে এসেছিল একরত্তি ছেলে চাঁদ।

 ৮) রুকমা রায় (Rooqma Roy)

সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,সোলাঙ্কি রায়,Solanki Roy,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,তিয়াসা লেপচা,Tiyasa Lepcha,পল্লবী শর্মা,Pallavi Sharma,তৃণা সাহা,Trina Saha,রুকমা রায়,Rooqma Roy,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy

সিরিয়ালপ্রেমী দর্শকদের মনে আছে নিশ্চই কিরণমালা সিরিয়ালে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রুকমা রায়। এই ধারাবাহিকে তাঁকেও মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

৯) দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)

সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,সোলাঙ্কি রায়,Solanki Roy,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,তিয়াসা লেপচা,Tiyasa Lepcha,পল্লবী শর্মা,Pallavi Sharma,তৃণা সাহা,Trina Saha,রুকমা রায়,Rooqma Roy,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy

দেবচন্দ্রিমা এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল সাহেবের চিঠিতে অভিনয় করলেও একসময় সাঁঝের বাতি সিরিয়ালে মা হতে দেখা গিয়েছিল তাকে।

site