বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় নায়িকা হলেন তৃণা সাহা (Trina Saha)। টিভির পর্দায় স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’র সম্প্রচার শেষ হলেও আজও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি গুনগুন (Gungun) নামেই বেশি পরিচিত তিনি। এরইমধ্যে জল্পনাকে সত্যি করে গতকালই প্রকাশ্যে এসেছে তৃণার নতুন সিরিয়াল ‘বালিঝড়’ এর প্রথম প্রোমো।
তবে শুধু সিরিয়াল নয় সিরিয়ালের পাশাপাশি ইতিমধ্যেই সিনেমাতেও অভিনয় করে ফেলেছেন তৃণা। কিন্তু সে তো বাংলা সিনেমা। সদ্য কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউড বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) সাথে হাত মিলিয়েছিলেন তৃণা। সারা দেশবাসীর মনে রাজ করেন যিনি সেই স্বপ্নের নায়ককে কাছ থেকে ভাষা হারিয়েছিলেন তৃণা। তবে শুধু চোখের দেখাই নয় এদিন স্বয়ং কিং খান চুমু খেয়েছিলেন তৃণার হাতে। যা নিয়ে কম চর্চা হয়নি সোশ্যাল মিডিয়ায়।
আর স্বয়ং কিং অফ রোম্যান্স শাহরুখ খানের ছোঁয়া পাওয়ার পরেই এবার একেবারে মুম্বাই উড়ে গেলেন তৃণা। যা দেখে স্বভাবতই অনুরাগীদের মনে প্রশ্ন জাগছে তাহলে কি টলিউডের পর এবার বলিউডে ডাক পেয়েছেন তৃণা? আসলে সম্প্রতি কলকাতা বিমানবন্দর থেকে ছবি দিয়ে তৃণা লিখেছিলেন ‘মুম্বাইয়ে দেখা হবে’। হ্যাশট্যাগ ‘ওয়ার্ককল’। আর তারপরেই মায়ানগরী মুম্বাই থেকে ছবি এবং ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।
তাই সত্যিটা জানতে এদিন জি ২৪ ঘন্টা ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল তৃণার সাথে। তবে জবাবে এদিন বলিউডে পাড়ি দেওয়ার জল্পনা উড়িয়ে তৃণা জানিয়েছেন ‘বলিউডের কাজ নয় বরং তিনি এসেছেন বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে। একথা শুনে কিছুটা হলেও হতাশ হয়েছেন গুনাগুনের অনুরাগীরা।
প্রসঙ্গত মুম্বাইতে পা রেখেই বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছিলেন তৃণা। সেইসাথে ক্যাপশানে অভিনেত্রী লিখেছিলেন, ‘শুধুমাত্র মুম্বই-ই গরমকালের অনুভূতি দিতে পারে’। আর মুম্বইয়ে শ্যুটিংয়ের ভিডিয়ো পোস্ট করে মজার ক্য়াপশান দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘উফ ইয়ে ক্যামেরা’।