• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিচ্ছেদের ৪ বছর পর বিয়ের পিঁড়িতে সমদর্শীর প্রাক্তন স্ত্রী তিতাস, রইল অভিনেত্রীর বিয়ের ছবি

Published on:

তিতাস ভৌমিক,Titas Bhowmik,স্নেহাশিস দাসের,Snehashis Das,সমদর্শী দত্ত,Samdarshi Dutta,কোড়া পাখি,Kora Pakhi

শীত, গ্রীষ্ম বর্ষা টলিপাড়ায় বিয়ের অন্ত নেই। বছরভর বিনোদন জগতে একের পর এক সেলিব্রেটিদের বিয়ের লাইন লেগেই রয়েছে। তাছাড়া শুভ কাজে দেরি কীসের! এই তো মাত্র ২ দিন আগেই বুধবার সাত পাকে বাঁধা পড়েছেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ঋতজিৎ। আর তাঁর পরেই চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তিতাস ভৌমিক (Titas Bhowmik)। ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের কাকলি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

গতকাল অর্থাৎ শুক্রবারেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেছেন তিতাস। নিমেষের মধ্যে সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেশকিছুদিন ধরেই এই অভিনেত্রীর বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গেলেও এদিন একেবারে সবাইকে অবাক করে দিয়েছেন তিতাস। ঘুণাক্ষরেও কেউ টের পাননি অভিনেত্রীর বিয়ের খবর। এদিন বিয়ে এবং আংটি বদলের ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিতাস।

তিতাস ভৌমিক,Titas Bhowmik,স্নেহাশিস দাসের,Snehashis Das,সমদর্শী দত্ত,Samdarshi Dutta,কোড়া পাখি,Kora Pakhi

তবে অভিনেত্রী কবে কোথায় বিয়ে করেছেন, পাত্র কি করেন এসব কোনো খবরই বাইরে আসেনি এখনও পর্যন্ত। তবে জানা যাচ্ছে শুক্রবার অর্থাৎ গতকালই দীর্ঘদিনের প্রেমিক স্নেহাশিস দাসের (Snehashis Das) সাথে সমস্ত আচার-অনুষ্ঠান মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিতাস। সূত্রের খবর দিল্লিতে বিয়ে করেছেন তিতাস। তাই আপাতত তাঁর স্থায়ী ঠিকানা দিল্লিতেই।

তিতাস ভৌমিক,Titas Bhowmik,স্নেহাশিস দাসের,Snehashis Das,সমদর্শী দত্ত,Samdarshi Dutta,কোড়া পাখি,Kora Pakhi

গতকাল সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে ভীষণ রোম্যান্টিক একটি বার্তা দিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘অনেক সময়েই ভালবাসা নিজে থেকেই আমাদের কাছে পৌঁছানোর রাস্তা খুঁজে নেয়, হয়তো তখন আমরা সেটার জন্য একেবারেই প্রস্তুত থাকি না। তাই আমরা ভাগ্যবান যে এই বিশ্ব ব্রহ্মান্ড রীতিমতো ষড়যন্ত্র করে আমাদের ঠিক মিলিয়েই দিল, সঠিক রাস্তাটাই খুঁজে দিল! স্নেহাশিস আমি চিরকালের জন্য শুধু তোমার’।

তিতাস ভৌমিক,Titas Bhowmik,স্নেহাশিস দাসের,Snehashis Das,সমদর্শী দত্ত,Samdarshi Dutta,কোড়া পাখি,Kora Pakhi

বিয়ের সাজে অপূর্ব সুন্দরী লাগছিলেন তিতাস। এদিন অভিনেত্রীর পরনে ছিল ক্রিম এবং বেবি পিঙ্কের মিশেলে তৈরি ল্যাহেঙ্গা সাথে মানাসই গয়না। অন্যদিকে অভিনেত্রীর স্বামীর পরনে ছিল একই রঙের শেওরানি। প্রসঙ্গত এই প্রথম নয় ইতিপূর্বে ২০১৪ সালে অভিনেতা-পরিচালক সমদর্শী দত্তের (Samdarshi Dutta) সাথে বিয়ে করেছিলেন তিতাস। বিয়ের ৪ বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তবে দীর্ঘদিন হল অভিনয় জগত থেকে দূরে রয়েছেন তিতাস। শেষ বার ‘কোড়া পাখি’ (Kora Pakhi) ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥