বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। এই অভিনেত্রীর নাম শুনলে সবার প্রথমেই দর্শকদের মনে পড়ে যায় ছোট পর্দার ঝিলিকের কথা। সেই ঝিলিক (Jhilik) যে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’ ধারাবাহিকে বড় বেলার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
সেই শুরু এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শ্রীতমাকে। একের পর এক অভিনয় করছেন ইচ্ছে নদী,দেবী চৌধুরানী,কাদম্বিনী,গ্রামের রানী বীণাপাণি সহ একাধিক জনপ্রিয় সব মেগা সিরিয়ালে। যোগ দিয়েছেন রাজনীতিতেও। তবে রাজনীতিতে (Politics) যোগ দেওয়ার মাঝে কিছুদিন অভিনয় থেকে সরে এসেছিলেন। প্রসঙ্গত অভিনেত্রী হওয়ার পাশাপাশি শ্রীতমার রয়েছে আরও একটি পরিচয়।
কামারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ড থেকে প্রথম বার পুরভোটে লড়াই করেই জয়লাভ করেছেন অভিনেত্রী। যার ফলে এখন তিনি কামারহাটির ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অন্যদিকে কামারহাটিরই বিধায়ক হলেন বাংলা রাজনীতির মোস্ট ‘কালারফুল বয়’ (Colorful Boy) নামে পরিচিত মদন মিত্র (Madan Mitra)।
প্রসঙ্গত ইদানিং রাজ্য রাজনীতির পরিস্থিতি সম্পর্কে কমবেশি অবগত সবাই। রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ানোর পর থেকে কার্যত উত্তাল রাজ্য রাজনীতি। সেইসাথে এই মামলায় উঠে এসেছে পার্থ চট্টপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জীর নামও। সেই থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে পার্থ চ্যাটার্জী এবং অর্পিতা মুখার্জী নিয়ে তৈরী হাজারো মিম।
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে শ্রীতমার সাথে মদন মিত্রের একটি ছবি (Photo)। এই ছবিতে দেখা যাচ্ছে মদন মিত্র কে জড়িয়ে ধরে ছবি তুলেছেন শ্রীতমা। সেই ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন ‘পছন্দের মানুষ আমার রান্নাঘরে’। আসলে শ্রীতমা ছোটপর্দায় অভিনয় এবং রাজনীতির পাশাপাশি ইদানীং একটি রান্নার শোয়ের সঞ্চালনা করছেন।
এই শোতেই হাজির হয়েছিলেন মদন মিত্র। ইদানীং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়া ছবিটি তোলা হয়েছিল এই শোতেই। আর সেই ছবি নিয়েই ইদানীং সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক ট্রোলিং। যা দেখে নেটিজেনদের অনেকে কটাক্ষ করেছেন শ্রীতমাকে। আবার কেউ কেউ তুলে এনেছেন শোভন-বৈশাখী প্রসঙ্গও ।