• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRPতে নয় আলোচনায় থাকা জরুরি! নাম না নিয়েই বেঙ্গল টপারকে খোঁচা দিলেন পর্দার ‘রাধিকা’ সোনামনি

টেলিভিশনের পর্দায় এখন বাংলা সিরিয়ালের ছড়াছড়ি। প্রায় প্রতি মাসেই আসছে নিত্য নতুন সিরিয়াল।সেই সুবাদে যেমন ফায়ার আসছে অনেক পুরনো জুটি,তেমনি দর্শক পাচ্ছেন একঝাঁক নতুন জুটিও। কিন্তু বছর বছর এত নতুনের ভীড়েও এমন কিছু সিরিয়াল থেকে যায় যা শেষ হয়ে গেলেও তার রেশ থেকে যায় দর্শকমহলে।

বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল ছিল লীনা গাঙ্গুলীর লেখা স্টার জলসার সিরিয়াল ‘মোহর’ (Mohor)। আজ থেকে তিন বছর আগে ২০১৯ সালে টিভির পর্দায় দর্শক প্রথম দেখেছিলেন এই সিরিয়ালের নতুন জুটি সোনামনি সাহা (Sonamoni Saha) আর প্রতীক সেন (Pratik Sen)-কে। এই সিরিয়ালের ধরেই সময়ের সাথে সাথেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন প্রতীক সোনামণির জুটি।

   

মোহর,Mohor,সোনামনি সাহা,Sonamoni Saha,প্রতীক সেন,Pratik Sen,এক্কা-দোক্কা,Ekka Dokka,রাধিকা,Radhika,কম টিআরপি,Low TRP

মোহর সিরিয়ালের তাদের চরিত্রের নাম ছিল শঙ্খ-মোহর। টিভির পর্দায় এই সিরিয়ালের সম্প্রচারশেষ হয়ে গেলেও দর্শকমহলে আজও কমেনি প্রতীক-সোনামনি জুটির ক্রেজ। আজও দর্শকরা তাদের ভালোবেসে ‘সোনাতিক’ বলেই ডাকেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরিয়ালের ফ্যান পেজ গুলিতে আজও দর্শকরা জানান তারা ঠিক কতটা মিস করেন পর্দার শঙ্খ-মোহর জুটিকে।

মোহর শেষ হওয়ার প্রতীক সোনামনি দুজনেই এখন অভিনয় করছেন আলাদা দুটি সিরিয়ালে। একদিকে প্রতীক অভিনয় করছেন স্টার জলসার ‘সাহেবের চিঠি’তে অন্যদিকে সোনামনিকে দেখা যাচ্ছে একই চ্যানেলের ‘এক্কা-দোক্কা’ (Ekka Dokka) সিরিয়ালে। তবে এই সিরিয়ালে সোনামণি অভিনীত রাধিকা (Radhika) চরিত্রটি দর্শকমহলে জনপ্রিয়তা পেলেও ছাপ ফেলতে পারেনি টি আর পি তালিকায়।

মোহর,Mohor,সোনামনি সাহা,Sonamoni Saha,প্রতীক সেন,Pratik Sen,এক্কা-দোক্কা,Ekka Dokka,রাধিকা,Radhika,কম টিআরপি,Low TRP

একসময় টিআরপি তালিকায় শীর্ষস্থানে থাকা সিরিয়ালের নায়িকাকে এখন প্রথম পাঁচেও দেখা যায় না। তাই এই বিষয় নিয়ে খোদ অভিনেত্রী সোনামনি সাহার ব্যক্তিগতভাবে কোনো খারাপ লাগা আছে কিনা  তা জানতে চাওয়া হয়েছিল আনন্দবাজার অনলাইনের তরফে। উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, কোনও আফসোস কিংবা দুঃখ কিছুই হয় না তাঁর।

Sonamoni Saha sad

কারণ জানিয়ে পর্দার রাধিকার সাফ কথা ‘আমার মনে হয় টিআরপিতে একে থাকার থেকেও আলোচনায় থাকা জরুরি। নাম না করেই বলছি’। সেইসাথে অভিনেত্রীর আরও সংযোজন ‘এমন অনেক সিরিয়াল আছে যাদের টিআরপি বেশি থাকার সুবাদে তাঁরা এক নম্বরে। কিন্তু আলোচনায় নেই। আমাদের নিয়ে সমাজমাধ্যমে লেখা হয়, কথা হয়। আর কিছু চাই না।’