বাংলা টেলিভিশনের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোনালী চৌধুরী (Sonali Chowdhury)। এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘বোধিসত্বের বোধ বুদ্ধি’ (Bodhisotter Bodh Budhi)-তে বোধিসত্ত্বের মায়ের চরিত্রে অভিনয় করছেন সোনালী। যদিও ইতিমধ্যে শেষ হয়েছে এই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। মাত্র পাঁচ মাসেই টিভির পর্দায় শেষ হচ্ছে ছোট্ট বোধীর সফর।
বছর শেষে আগামী ৩০ ডিসেম্বর টিভির পর্দায় শেষবারের মতো সবার মুখে হাসি ফোটাবে শান্তি কুঞ্জের সদস্যরা। কিছুদিন আগেই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং সেরে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বোধিসত্ত্বের পর্দার মা অর্থাৎ সোনালী চৌধুরী। এই সিরিয়ালে দিপালী চরিত্রের অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। তবে সিরিয়ালের কাজ করতে করতে সম্প্রতি এক অন্য ভূমিকায় ক্যামেরার সামনে এসেছিলেন অভিনেত্রী।
জি বাংলার জনপ্রিয় কুকারি শো জি বাংলার রান্নাঘরে সঞ্চালিকা হিসেবে এসেছিলেন সোনালী। প্রসঙ্গত একটা সময় ২০০৫ থেকে ২০১৭ পর্যন্ত এই শো এর বিশেষ পর্ব সঞ্চালনা করতে দেখা যেত সোনালীকেই। সম্প্রতি সেই পুরনো জুতোতে পা গলাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি বড়দিনের বিশেষ পর্বে নলেন গুড়ের কেক এবং স্ট্রবেরী চিকেন ফেইস্তা বানাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
প্রসঙ্গত খুব শিগগিরই জি বাংলার পর্দায় শেষ হতে চলেছে জি বাংলা রান্নাঘরের দীর্ঘ ১৭ বছরের জার্নি। সুদীপার এই রান্নাঘরের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে ইতিমধ্যেই। পরিবর্তে এই কুকারি শোয়ের জায়গায় জি বাংলায় আসতে চলেছেন ছোট পর্দার গোয়েন্দা গিন্নি অভিনেত্রী ইন্দ্রানী হালদারের নতুন নন ফিকশন রিয়েলিটি শো ঘরে ঘরে জি বাংলা।
ইতিমধ্যেই চ্যানেলের তরফে ঘোষণা করা হয়েছে ইন্দ্রাণী হালদারের নতুন শোয়ের দিনক্ষণ। তাই দর্শকরাও সকলেই জানেন আগামী বছরের শুরুতেই অর্থাৎ ২ জানুয়ারি থেকে বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত আধঘণ্টার জন্য সম্প্রচারিত হবে ইন্দ্রানী হালদারের এই নতুন শো।