বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ হলেন ‘নাগিন’ অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। বাংলার পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। নাগিন চরিত্রের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেলেও আরও একাধিক হিন্দি এবং বাংলা ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। জানা যায় একসময় মিস কলকাতার শিরোপাও পেয়েছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত ২০১৩ সালে স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’ -এ সত্যবতী চরিত্রে অভিনয় করে ফের একবার দর্শকদের মন জয় করে নেন সায়ন্তনী। এছাড়া কেরিয়ারের শুরুর দিকে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজু আঙ্কেল সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এরপর বাংলা থেকে সোজা হিন্দি ইন্ডাস্ট্রি তে পাড়ি দেন সায়ন্তনী।
প্রসঙ্গত কিছুদিন আগেই অর্থাৎ গতবছরের শেষের দদিকে দীর্ঘ ৮ বছরের প্রেমিক অনুরাগ তিওয়ারির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সায়ন্তনি। কলকাতায় এসে একেবারে বাঙালি মতেই বিয়ে সেরেছিলেন এই বঙ্গ তনয়া৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। এমনকি কাস্টিং কাউচের মতো জঘন্য অভিজ্ঞতা প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে সায়ন্তনী জানান, ‘অনেক ছোট বয়স থেকেই আমাকে এমন ধরনের কথা শুনতে হয়, এটা আমার কাছে নতুন কোন ঘটনা নয়। আমার যতদূর মনে পরে শৈশব থেকেই এমন কথা শুনতে হত আমাকে। একবার এক ভদ্রমহিলা আমাকে বলেছিলেন, তোমার বুক তো সমান নয়, বেশ ভালো, অনেক বড়, তুমি সেক্স করেছো নাকি! এই যুগে দাঁড়িয়ে অনেকেরই ধারণা স্তন বড় মানে সেক্স করা।’
সায়ন্তনি আরও বলেন ‘তখন আমি ঠিক কথাটার মানে বুঝিনি। কারণ তখন আমি বয়সে অনেকটাই ছোট ছিলাম। তখন আমি এই ধরনের কথাটায় কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু সে সময় সেই কথাগুলি আমার মনে একটা ক্ষতের সৃষ্টি করেছিল।আমি এই কথাগুলো নিয়ে মাঝেমধ্যেই আগে হতাশ হতাম।’সেইসাথে কাস্টিং কাউচ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে সায়ন্তনি জানান একবার এক জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা তার সঙ্গে কিছু সময় কাটানোর কথা জানিয়ে বলেছিলেন যদি তিনি সময় কাটান তাহলে তাঁকে ভালো রোল দেওয়া হবে। তখন তিনি বলেছিলেন, আগে দুজন দুজনকে চেনা খুব দরকার। তারপর সময় কাটানো।’