• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুন্দরী অভিনেত্রী হয়েও হতে পারেননি নায়িকা ! ছোটপর্দার বৌ মনিই থেকে গেলেন রূপসা চক্রবর্তী 

Published on:

রূপসা চক্রবর্তী,Rupsha Chakraborty,স্নেহাশীষ চক্রবর্তী,Snehashish Chakraborty,Tv Actress,টিভি অভিনেত্রী,Bengali Serial,বাংলা সিরিয়াল

বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম হল রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty)। সুন্দরী হওয়ার পাশাপাশি সাবলীল অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোন মুখো চরিত্রের দেখা যায়নি এই অভিনেত্রীকে । বেশিরভাগ সিরিয়ালেই  কখনও ননদ, কখনও বৌদি আবার কখনও বা জায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে।

‘কাদম্বিনী’ থেকে শুরু করে রূপসা ইতিমধ্যেই  অভিনয় করেছেন ‘জড়োয়ার ঝুমকো’,‘দীপ জ্বেলে যাই, ‘কলের বউ’,‘খোকাবাবু’, ‘রাখিবন্ধন’ সহ একাধিক ধারাবাহিকে ৷ এছাড়া সদ্য শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গঙ্গারাম’। এই সিরিয়ালে নায়িকা টায়রার বৌমনির চরিত্রে অভিনয় করেছিলেন রূপসা। তাই শুধু এই সিরিয়ালই নয় বেশিরভাগ সিরিয়ালের জন্যই রুপসাকে বাংলা সিরিয়ালের দর্শকরা বৌমনি নামেই বেশি চেনেন।

রূপসা চক্রবর্তী,Rupsha Chakraborty,স্নেহাশীষ চক্রবর্তী,Snehashish Chakraborty,Tv Actress,টিভি অভিনেত্রী,Bengali Serial,বাংলা সিরিয়াল

তার সাবলীল অভিনয় দক্ষতার জন্য দর্শকরাও ভীষণ ভালোবাসেন এই অভিনেত্রীকে। অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার কাজেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। ‘আকাশ আট’-এর জনপ্রিয় শো ‘রাঁধুনী৷’ সঞ্চালনা করেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী৷  এছাড়াও এই অভিনেত্রীর রয়েছে আরও একটি পরিচয়। তিনি হলেন বাংলা বিনোদন জগতের জনপ্রিয় পরিচালক স্নেহাশীষ চক্রবর্তীর (Snehashish Chakraborty) স্ত্রী।

রূপসা চক্রবর্তী,Rupsha Chakraborty,স্নেহাশীষ চক্রবর্তী,Snehashish Chakraborty,Tv Actress,টিভি অভিনেত্রী,Bengali Serial,বাংলা সিরিয়াল

স্নেহাশিসের সংস্থা ‘ব্লুজ প্রোডাকশন হাউস’ বাংলা বিনোদনের জগতে অগ্রণী ৷ ‘রাখিবন্ধন’, ‘স্ত্রী’, ‘বেনে বউ’, ‘খোকাবাবু’, ‘পিতা’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘তুমি রবে নীরবে’, ‘তা বলে কি প্রেম দেব না’, ‘ভালবাসা ডট কম’, ‘টাপুর টুপুর’-সহ একধিক প্রথম সারির ধারাবাহিক উপহার দিয়েছে স্নেহাশিসের সংস্থা ৷ স্নেহাশিস চক্রবর্তীর সংস্থা ‘ব্লুজ প্রোডাকশন হাউস’-সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই।

রূপসা চক্রবর্তী,Rupsha Chakraborty,স্নেহাশীষ চক্রবর্তী,Snehashish Chakraborty,Tv Actress,টিভি অভিনেত্রী,Bengali Serial,বাংলা সিরিয়াল

এই সংস্থা বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের উপহার দিয়েছে ‘জড়োয়ার ঝুমকো’, ‘রাখিবন্ধন’,‘খোকাবাবু’, ‘স্ত্রী’,‘তুমি রবে নীরবে’, ‘বেনে বউ’, ‘টাপুর টুপুর’, ‘তা বলে কি প্রেম দেব না’, ‘ভালবাসা ডট কম’, -এর মতো একধিক প্রথম সারির সিরিয়াল৷ প্রসঙ্গত সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি কিন্তু চুটিয়ে সংসারও করেন অভিনেত্রী।

রূপসা চক্রবর্তী,Rupsha Chakraborty,স্নেহাশীষ চক্রবর্তী,Snehashish Chakraborty,Tv Actress,টিভি অভিনেত্রী,Bengali Serial,বাংলা সিরিয়াল

বাড়িতে রয়েছে ২ বছরের মেয়ে আর এক ছেলে। তার বয়স ১৪ বছর। অবসর সময়ে তাদের সাথেই চুটিয়ে সময় কাটান অভিনেত্রী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতেই ধরা পড়ে তার সেসব খুনসুটির ছবি। তবে অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী যেভাবে সংসার আর সন্তান সামলান তা যে কোনো মেয়ের কাছেঅনুপ্রেরণার। অভিনেত্রী বলেছেন, ‘মেয়েরা জলের মতো,  আমাদের কাছে সব জায়গা মানিয়ে নেওয়া জলভাত’!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥