• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে ২.০ শেষ হতেই শাঁখা-পলা পরে হানিমুনে রোশনি! রইল অভিনেত্রীর বিয়ের একগুচ্ছ ছবি

শীত পড়তেই শহরজুড়ে তৈরী হয়েছে বিয়ের মরশুম। যা দেখে অনেকের ধারণা গত দু’বছরে  লকডাউনে যত  বিয়ে আটকে ছিল এখন তা পরিণতি পাচ্ছে। সোশ্যাল মিডিয়া খোলার জো নেই! সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রেটি হুড়মুড়িয়ে বিয়ের পিঁড়িতে বসছেন প্রায় সবাই। তাই এই বছরেও যাদের বিয়ে হল না তাদের খোঁচা মারার সুযোগ হাতছাড়া করছেন না সদ্য বিবাহিত দম্পতিরা।

বছর শেষের আগেই ৮ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya)। যদিও খাতায়-কলমে এক বছর আগেই অর্থাৎ ২০২১ সালের ১৩ই অক্টোবরেই তুর্য্য সেনের (Turjo Sen) সঙ্গে বিয়ে হয়েছিল পর্দার খলনায়িকা রোহিনীর। কিন্তু সে তো খাতায়-কলমে বিয়ে, লোকজন ডেকে জাঁকজমক করে অনুষ্ঠান করে বিয়ে তখনও হয়নি।

   

রোশনি ভট্টাচার্য,Roshni Bhattacharya,তুর্য্য সেন,Turjo Sen,বিয়ে,Marriage,বৌভাত,Reception,হানিমুন,Honeymoon,ফটো অ্যালবাম,Photo Album

কিন্তু রোশনির ইচ্ছা ছিল ধুমধাম করে একেবারে বাঙালি আচার অনুষ্ঠান মেনে বেনারসি পরে সিঁদুর পড়বেন দীর্ঘদিনের প্রেমিক তুর্য্যর হাত থেকে। তাই ৮ তারিখ বিয়ের পর ১০ ডিসেম্বর শনিবার রিসেপশন অর্থাৎ পাতি  বাংলায় বৌভাতের আয়োজন করেছিলেন এই সেলিব্রিটি অভিনেত্রী। সেখানে হাজির ছিলেন তার একাধিক সহকর্মী।

রোশনি ভট্টাচার্য,Roshni Bhattacharya,তুর্য্য সেন,Turjo Sen,বিয়ে,Marriage,বৌভাত,Reception,হানিমুন,Honeymoon,ফটো অ্যালবাম,Photo Album

প্রসঙ্গত রোশনি ইদানিং ‘গোধুলি আলাপ’ সিরিয়ালে খলনায়িকা চরিত্রে অভিনয় করলেও ইতিপূর্বে জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে জগদম্বা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সেখানেই পর্দার একাধিক সহ অভিনেতাদের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছিল নতুন বৌয়ের। তাই অভিনেত্রীর বৌভাতের অনুষ্ঠানে এক কথায় বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন পর্দার জগদান্বার অনস্ক্রিন বর মথুর অর্থাৎ অভিনেতা গৌরব চ্যাটার্জী সঙ্গে তার স্ত্রী তথা অভিনেত্রী দেবলীনা কুমার।

রোশনি ভট্টাচার্য,Roshni Bhattacharya,তুর্য্য সেন,Turjo Sen,বিয়ে,Marriage,বৌভাত,Reception,হানিমুন,Honeymoon,ফটো অ্যালবাম,Photo Album

ছিলেন রোশনির পর্দার ছেলের ভূপাল  অভিনেতা বিশ্ববাসু বিশ্বাস। এছাড়াও ছিলেন পর্দার জামাই অর্থাৎ অভিনেতা অমিতাভ দাস।এছাড়াও জুটিতে হাজির হয়েছিলেন পর্দার বৌমা প্রসন্ন অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য এবং তার স্বামী শুভময় মিত্র।এমনিতে যারা রোশনির অনুরাগী তারা সকলেই জানেন সোমাশ্রীর সাথে পর্দার বাইরে এক আলাদা সম্পর্ক রয়েছে অভিনেত্রীর।  রানী রাসমণি থেকে আলাপ হলেও তাদের পর্দার সম্পর্ক গড়িয়েছে পারিবারিক সম্পর্কে।সোমাশ্রীর স্বামী শুভময় মিত্র হলেন রোশনির স্বামী তুর্য্য সেনের ছোটবেলার বন্ধু।

রোশনি ভট্টাচার্য,Roshni Bhattacharya,তুর্য্য সেন,Turjo Sen,বিয়ে,Marriage,বৌভাত,Reception,হানিমুন,Honeymoon,ফটো অ্যালবাম,Photo Album

জানা যায় রোশনির সূত্রেই সোমাশ্রীর সাথে শুভময়ের আলাপ হয়েছিল।তারপর তাদের সেই সম্পর্কই পরিণতি পায় বিয়েতে। এদিন তাদের  রিসেপশনে হাজির ছিলেন গোধুলি আলাপ সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরাও।  এই সিরিয়াল থেকে নতুন বৌয়ের বৌভাতে হাজির ছিলেন অভিনেত্রী সৃষ্টি পাণ্ডে এবং অভিনেতা ভাস্বর  চট্টোপাধ্যায়।

রোশনি ভট্টাচার্য,Roshni Bhattacharya,তুর্য্য সেন,Turjo Sen,বিয়ে,Marriage,বৌভাত,Reception,হানিমুন,Honeymoon,ফটো অ্যালবাম,Photo Album

বিয়ের আগে তারাই গোধূলি আলাপের সেটে আইবুড়ো ভাত খাইয়াছিলেন রোশনিকে।প্রসঙ্গত এই বিয়েকে রোশনি নিজেই ‘বিয়ে ২.০’ তকমা দিয়েছেন। বিয়ে মিটতেই তারা হানিমুনে উড়ে গিয়েছেন থাইল্যান্ডে। হাতে শাঁখা-পলা পরেই সেখান থেকে ইতিমধ্যেই ছবিও দিয়েছেন অভিনেত্রী  সফরের ছবি দেওয়া শুরু।