• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাবু তুমি খেয়েছ?’ প্রাক্তন সায়ন্তর অতিরিক্ত ভালোবাসা নিয়ে প্রকাশ্যে খিল্লি প্রিয়াঙ্কার 

আজকালকার দিনে সম্পর্ক গড়তে যেমন সময় লাগে না ভাঙতেও তেমনি সময় লাগে না এক মুহূর্তও। প্রসঙ্গত একই সিরিয়ালের অভিনয় করতে গিয়ে সিরিয়ালের সেট থেকে নায়ক নায়িকাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কটাও তেমনি নতুন কিছুই নয়। বিনোদন জগতে এমনই সেলিব্রেটি তারকাদের উদাহরণ রয়েছে ভুরি ভুরি।

বাংলা সিরিয়ালের জগতের এমনই এক সদ্য প্রাক্তন সেলিব্রেটি জুটি হলেন সায়ন্ত মোদক এবং প্রিয়াঙ্কা মিত্র (Sayanta Modak and Priyanka Mitra)। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘খড়কুটো’তে (Khorkuto) অভিনয় করতে গিয়েই বন্ধুত্ব হয়  সায়ন্ত প্রিয়াঙ্কার। এরপর সিরিয়ালের সেট থেকেই তাদের সম্পর্ক গড়ায় ভালোবাসায়।
Sayanta Modak and Priyanka Mitra

এমনিতে তাঁদের সম্পর্কের বয়স বেশিদিন নয়। টেলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন (Rumour) ছিল  সায়ন্ত প্রিয়াঙ্কার নাকি বিচ্ছেদ (Break Up) হয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে এতদিন তাঁদের দুজনের কেউই মুখ খোলেননি এই বিষয়ে। তবে এদিন বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,প্রিয়াঙ্কা মিত্র,Priyanka Mitra,খড়কুটো,Khorkuto,সায়ন্ত মোদক,Sayanta Modak,সম্পর্ক,Relationship,বিচ্ছেদ,Breakup,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,ভাইরাল ভিডিও,Viral Video,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

যা শোনার পর তাদের বিচ্ছেদ নিয়ে আর কারও কোনো সন্দেহের অবকাশ নেই। এদিন রচনার প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা সপাট জবাব ‘আমি একটা সুষ্ঠ প্রেম করতে চাই’। প্রেমের ক্ষেত্রে একসময় তিনি এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যে মাঝেমধ্যেই নাকি বড্ড দমবদ্ধ লাগতো তাঁর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,প্রিয়াঙ্কা মিত্র,Priyanka Mitra,খড়কুটো,Khorkuto,সায়ন্ত মোদক,Sayanta Modak,সম্পর্ক,Relationship,বিচ্ছেদ,Breakup,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,ভাইরাল ভিডিও,Viral Video,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

এদিন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে রীতিমতো প্রাক্তন প্রেমিকের খিল্লি করতে শুরু করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন তাঁকে নাকি সারাক্ষণ ফোন করে ‘বাবু তুমি খেয়েছো? বাবু বাথরুমে গিয়েছো? কিংবা কখনও শুটিংয়ের কারণে ফোন ধরতে না পারলে কেন ফোন ধরেনি’ এমনই সব প্রশ্ন করে তিতিবিরক্ত করে দিতেন।

আবার এই অতিরিক্ত খেয়াল এক সময় ভ্যানিশ হয়ে যায় আর তারপর কি করছে না করছে কোনো খোঁজ খবরই রাখতো না।  তাই এদিন অভিনেত্রী জানিয়েন তিনি এবার একেবারে সুষ্ঠ স্বাভাবিক একটা প্রেম করতে চান।  তবে এদিন প্রিয়াঙ্কা যেভাবে তাঁর প্রাক্তন প্রেমিককে নিয়ে প্রকাশ্যে খিল্লি করেছেন তা একেবারেই ভালো চোখে দেখেননি নেটিজেনদের একাংশ।