আজকের দিনে দাঁড়িয়েও যখন আমাদের সমাজে যখন মানুষের প্রতিভার বিচার করা হয় সৌন্দর্যের মাপকাঠিতে, তখন সত্যিই অবাক হতে হয় বৈকি! এমনিতেই বহুদিন ধরে সিনেমা জগতে একটা বিষয় ভীষণ প্রচলিত। ক্যামেরার সামনে আসতে হলে নায়কদের হতে হবে সুঠাম সুদর্শন চেহারার পুরুষ।
একই কথা প্রযোজ্য থাকে নায়িকাদের চেহারার ক্ষেত্রেও। তাই কোন সিনেমা কিংবা সিরিয়ালে নায়িকা বাছাই এর ক্ষেত্রে কাস্টিং ডিরেক্টররা প্রথমেই নজর দেন নায়িকা তথাকথিত সৌন্দর্যের মাপকাঠিতে ঠিক কতটা উপযুক্ত। এক্ষেত্রে গায়ের রং থেকে শুরু করে ফিগার সবকিছুই থাকে বিচার তালিকায়।
তবে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক অভিনেতা-অভিনেত্রীদের জন্যই নয়, একই নিয়ম প্রযোজ্য হয়ে থাকে শিশু শিল্পী দের ক্ষেত্রেও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শিশু শিল্পী (Child Artist) বাছাইয়ের এমনই একটি বিজ্ঞাপন দেখে ক্ষোভে ফেটে পড়লেন জনপ্রিয় টেলি অভিনেত্রী পায়েল দে (Payel De)।
বর্তমানে এই অভিনেত্রীকে স্টার জলসার ‘রামপ্রসাদ’ সিরিয়ালে মা কালীর (Maa Kali) চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে অভিনেত্রীর প্রতিক্রিয়া জানতে চেয়ে আনন্দবাজার অনলাইনে যোগাযোগ করা হলে পায়েল স্পষ্ট জানিয়েছেন ‘অনেক দিন ধরেই ভাবছি লিখব। কিন্তু এ দিন চোখে পড়ল একটি বাচ্চার পোস্ট, তখনই ভাবলাম আর না লিখলে চলবে না।’
এরপরেই অভিনেত্রীর আরও সংযোজন ‘সমাজমাধ্যমে মাঝেমাঝেই দেখতে পাই অনেক কাস্টিং ডিরেক্টর অভিনেতাদের বাছাই করার জন্য সব সময় লেখেন, সুন্দর দেখতে অভিনেতা চাই। সবাই নিজেদের মতো করে সুন্দর। শিশুদের ক্ষেত্রে তো আরও এ সব লেখা উচিত নয়। নির্দিষ্ট কোনও চরিত্রের জন্য নির্দিষ্ট উচ্চতা বা গড়নের চাহিদা থাকতে পারে, তা বলে সৌন্দর্যের কথা বলা ঠিক নয়। এটা মুম্বইয়ে দেখা যায় না।’
প্রসঙ্গত পায়েলের নিজেরও রয়েছে এক চার বছরের ছেলে। ইতিমধ্যেই তার কাছেও এসেছে বেশ কিছু চরিত্রে অভিনয় করার সুযোগ। কিন্তু পায়েল এবং তার স্বামী দ্বৈপায়ন দাস দুজনেই পেশার অভিনয় পেশার সাথে যুক্ত থাকায় তাঁরা চান না এখনই তাঁদের ছেলে এই লাইট-ক্যামেরা-অ্যাকশনের মধ্যে নিজের ছোটবেলাটাকে নষ্ট করে ফেলুক। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন এখন তাঁদের ছেলে মন ভরে নিজের শৈশবটাকেই উপভোগ করবে। অভিনেত্রী জানিয়েছেন তাঁর ছেলে এখন নিজের জগতেই ভীষণ খুশি রয়েছে।