• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর মা হলে শেষ কেরিয়ার! নিন্দুকদের মুখে ঝামা ঘষে নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন পায়েল

Published on:

Tv actress opens up about her acting career and life struggle

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পায়েল দে (Payel De)। দেখতে দেখতে এই বিনোদন জগতে তিনি কাটিয়ে ফেললেন প্রায় ২ দশক। যা নেহাত কম সময় নয়। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দুর্গা’তে দেবী দুর্গার চরিত্রে অভিনয় করেই ছোট পর্দার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।

টিভির পর্দায় দুর্গা চরিত্রটিকে তিনি নিজের সাবলীল অভিনয় দিয়ে এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন যে একসময় পরিস্থিতি এমন হয়েছিল মহালয়া হোক কিংবা যে কোন সিরিয়ালে দেবী দুর্গা চরিত্র থাকলে নির্মাতারা প্রথমেই খুঁজতেন পায়েলকে। দুর্গা ছাড়াও টেলিভিশনের পর্দায় পায়েল অভিনীত ‘বেহুলা’ চরিত্রটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে।

Tv Actress,পায়েল দে,Payel De,অজানা কথা,Unknown Facts,জীবন সংগ্রাম,Life Struggle

শুরু থেকেই দুর্দান্ত অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন পায়েল। পরবর্তীতে স্টার জলসার  ‘বধূ কোন আলো লাগলো চোখে’ নামে একটি সিরিয়ালে অভিনয় করেও  মিলেছিল ব্যাপক জনপ্রিয়তা। জানা যায় এই সিরিয়াল করার সময়ই বিয়ে করেছিলেন অভিনেত্রী। যার জন্য অনেকের নানা ধরনের কটাক্ষ শুনতে হয়েছিল তাকে।

Tv Actress,পায়েল দে,Payel De,অজানা কথা,Unknown Facts,জীবন সংগ্রাম,Life Struggle

আসলে অভিনেত্রীদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে এবং ইন্ডাস্ট্রির বাইরে খুব প্রচলিত একটি মিথ রয়েছে, যার বশবর্তী হয়ে অনেকেই বলে থাকেন ‘বিয়ের পরেই শেষ হয়ে যায় মেয়েদের ক্যারিয়ার’। কিন্তু সকলের সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছেন অভিনেত্রী। বিয়ের পরেও আজও দাপিয়ে অভিনয় করছেন তিনি।

Tv Actress,পায়েল দে,Payel De,অজানা কথা,Unknown Facts,জীবন সংগ্রাম,Life Struggle

তবে মা হওয়ার পর মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছিলেন পায়েল। কারণ হিসেবে তিনি জানিয়েছেন তিনি নিজের ছেলেকে মেরখকে সময় দিতে চেয়েছিলেন। ছেলের সাথে সময় কাটানোর জন্যই অভিনয় থেকে বিরতিও নিয়েছিলেন কিছুদিন। যার আজ সেই কঠোর পরিশ্রমের ফল ভোগ করছেন এবিজিনেত্রী। ইতিমধ্যেই বড় পর্দাতে ডেবিউ করেছেন পায়েল।

Tv Actress,পায়েল দে,Payel De,অজানা কথা,Unknown Facts,জীবন সংগ্রাম,Life Struggle

এবার খুব তাড়াতাড়ি আসছে অভিনেত্রীর নতুন সিরিয়াল। তাও আবার মুখ্য চরিত্রে। সম্প্রতি এ প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়ার সাথে  একটি সাক্ষাৎকারে লেখিকা লীনা গাঙ্গুলির উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে পায়েল বলেছেন ‘একটি নতুন ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছি। এর জন্য আমি সত্যিই লীনা দি’কে ধন্যবাদ জানাব। তিনি ভরসা করে আমায় এই সুযোগ দিয়েছেন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥