• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাড়ি ছেড়ে আন্টি ২-এর এ কি হাল! গোয়ার সমুদ্র সৈকতে বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছে মিতুলের শাশুড়ি 

বাংলা সিরিয়ালের (Bengali Serial) নায়ক নায়িকাদের মতোই  অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র হলো খলনায়ক নায়িকা। ইদানিং দেখা যাচ্ছে অভিনেতা অভিনেত্রীদের কাছেও এই ধরনের নেগেটিভ চরিত্রের ডিমান্ড অনেক বেশি। বাংলা সিরিয়ালের এমনই একজন জনপ্রিয় খলনায়িকা (Villain) হলেন নন্দিনী চ্যাটার্জী (Nondini Chatterjee)।

ছোটপর্দার বেশিরভাগ সিরিয়ালেই তাকে দর্জাল  শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা যায়। জি বাংলার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের নায়িকা অপুর মাসি শাশুড়ি অর্থাৎ আন্টি ২-এর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই প্রবীণ অভিনেত্রী। এই ধারাবাহিককে তার দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,খলনায়িকা,Villain,নন্দিনী চ্যাটার্জী,Nondini Chatterjee

এমনকি সিরিয়াল শেষের পরেও আন্টি টু চরিত্রটি এখনও ভুলতে পারেননি দর্শকরা। এই মুহূর্তে অভিনেত্রীকে  দেখা যাচ্ছে খেলনা বাড়ির ধারাবাহিকে। ইন্দ্রের সৎ মা অর্থাৎ মিতুলের শাশুড়ির চরিত্রে। বেশিরভাগ সময় শাড়ি আর ভারী গয়নায় দেখা যায় এই অভিনেত্রীকে।  তবে সিরিয়ালের থেকে বাস্তব জীবনে একেবারেই আলাদা তিনি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খলনায়িকা,Villain,নন্দিনী চ্যাটার্জী,Nondini Chatterjee

দেখতে গেলে বাস্তব জীবনেও কিন্তু দারুন স্টাইলিশ আর গ্ল্যামারাস এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ থাকেন নন্দিনী। প্রসঙ্গত দিন পাঁচেক আগেই গোয়া ঘুরতে গিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে তাঁরই সেই গোয়া ভ্রমণের বেশ কিছু ছবি। যেখানে বেশিরভাগ ছবিতেই স্বল্প পোশাকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। পর্দার এই খলনায়িকার বিকিনি পড়া ছবিতে দেখে হুঁশ উড়েছে নেটিজেনদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খলনায়িকা,Villain,নন্দিনী চ্যাটার্জী,Nondini Chatterjee

ক্যামেরার সামনে তিনি যা সব পোজ দিয়েছেন তাঁর লাস্যময়ী রূপের সামনে খুব সহজেই গুনে গুনা দশ গোল খাবেন তাবড় টলিউড অভিনেত্রীরাও।সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে কখনও বালোর ওপর মেলে দিয়েছেন শাড়ির,আবার কখনও দুহাত শূন্যে তুলে দিয়েছেন দুর্দান্ত পোজ। প্রসঙ্গত একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন একসময় এই অভিনয়ে আসার জন্য তিনি পরিবার এবং স্বামী কারও সমর্থন পাননি। তবে সেসময় একমাত্র তাঁর স্বশুরমশাই-ই তার পাশে দাঁড়িয়েছিলেন।

site