• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তারামা চরিত্রে জিতেছেন সকলের মন, দীর্ঘদিন পর হ্যান্ডসাম অভিনেতার সাথে জুটি বেঁধে ফিরছেন নবনীতা

টেলিভিশনের পর্দায় এখন নিত্য-নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। একটা সিরিয়াল শেষ হতে না হতেই এসে হাজির হচ্ছে আরো এক ঝাঁক নতুন সিরিয়াল (New Serial)। তবে এই নতুন সিরিয়ালের হাত ধরে যেমন ফিরে আসছেন একঝাঁক পুরনো অভিনেতা-অভিনেত্রীরা, তেমনই এইসব নতুন সিরিয়ালের হাত ধরে দর্শকরাও ফিরে পাচ্ছেন আরও  একাধিক নতুন জুটি।

টেলিভিশনের পর্দায় এখন বেশিরভাগই নতুন সিরিয়াল আসছে।এটাই এখন বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড। এখনকার যে কোনো বাংলা ধারাবাহিক এখন বছরের পর বছর নয় মাত্র কয়েক মাসেই শেষ হয়ে যাচ্ছে টিভির পর্দায়। এবার তেমনই এক নতুন সিরিয়ালের হাত ধরে টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন মহাপীঠ-তারাপীঠ খ্যাত তারামা অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,নতুন সিরিয়াল,New Serial,নবনীতা দাস,Nabanita Das,রাজা গোস্বামী,Raja Goswami,বিয়ের ফুল,Biyer Ful

এই নতুন ধারাবাহিকে অভিনেত্রী জুটি বাঁধতে চলেছেন ‘ভালোবাসা ডটকম’ খ্যাত ওম অর্থাৎ জনপ্রিয় টেলি  অভিনেতা রাজা গোস্বামীর (Raja Goswami) বিপরীতে। টেলিপাড়া সূত্রে খবর নবনীতা এবং রাজা অভিনীত এই আসন্ন ধারাবাহিকের নাম ‘বিয়ের ফুল’ (Biyer Ful)। জানা যাচ্ছে টেন্ট সিনেমার প্রোডাকশনের মধ্যেই তৈরী হতে চলেছে এই সিনেমা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নতুন সিরিয়াল,New Serial,নবনীতা দাস,Nabanita Das,রাজা গোস্বামী,Raja Goswami,বিয়ের ফুল,Biyer Ful

জানা যাচ্ছে ভিন্ন স্বাদের এই ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখা যাবে নায়কের পরিবারের  ছেলেরাই অবিবাহিত। কিন্তু সেই বাড়ির ছেলেকে দেখেই ভালো লেগে যাবে নায়িকা চরিত্রে থাকা অভিনেত্রী নবনীতার। এরপর গল্প এগোনার সাথে সাথে দেখা যাবে তাদের প্রেম থেকে শুরু করে বিয়ের নানান ঘটনা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নতুন সিরিয়াল,New Serial,নবনীতা দাস,Nabanita Das,রাজা গোস্বামী,Raja Goswami,বিয়ের ফুল,Biyer Ful

যার পুরোটাই দেখানো হবে মজার মোড়কে। তবে এখনও পর্যন্ত যা খবর ধারাবাহিকের নায়ক নায়িকাদের চরিত্রের নাম জানান যায়নি। তবে ইতিমধ্যেই তাদের সকলেরই লুকটেস্ট হয়ে গিয়েছে। এছাড়াও জানা যাচ্ছে  এই সিরিয়ালে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রিমঝিম মিত্র, দুলাল লাহিড়ীর মত টেলি তারকাদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নতুন সিরিয়াল,New Serial,নবনীতা দাস,Nabanita Das,রাজা গোস্বামী,Raja Goswami,বিয়ের ফুল,Biyer Ful

তাই সব ঠিক থাকলে আগামী জুন মাস থেকেই শুরু হয়ে যাবে এই সিরিয়ালের শুটিং। প্রসঙ্গত সামনেই আসছে নবনীতার বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনটিকে সেলিব্রেট করতে স্বামী জীতু কমলের সাথে লন্ডন যাবেন অভিনেত্রী। জানা যাচ্ছে বিদেশের সফর শেষে মে মাসেই দেশে ফিরবেন অভিনেত্রী। আর তারপরেই জুন মাসেই পুরদমে শুরু করবেন অভিনেত্রী।