অল্পদিনের অভিনয় জীবনে ইতিমধ্যেই বেশ নাম করেছেন টেলি অভিনেত্রী ইন্দ্রানী পাল (Indrani Pal )। প্রথম সিরিয়াল ‘বরণ’ এর পর কিছুদিন আগেই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শেষ হয়েছে ইন্দ্রানী অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘নবাব নন্দিনী’ (Nabab Nandini)। এই ধারাবাহিকে নায়িকা নন্দিনীর (Nandini) চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রানী। আর তার বিপরীতে নায়ক নবাবের চরিত্রে দেখা গিয়েছিল জনপ্রিয় টেলি অভিনেতা রিজওয়ান রাব্বানী শেখকে।
তবে এখনকার বাংলা সিরিয়ালের (Bengali Serial) নতুন ট্রেন্ড ইলাস্টিকের মত অহেতুক গল্প না টেনে অল্পদিনেই সিরিয়াল শেষ করার দেওয়া। এই ট্রেন্ডে গা ভাসিয়ে মাত্র সাত মাসেই শেষ হয়েছে নবাব নন্দিনীও। তবে সিরিয়াল শেষ হয়ে গেলেও নন্দিনী অভিনেত্রী ইন্দ্রানীকে ভীষণ মিস করছেন দর্শকরা। তাই সম্প্রতি অনুরাগীদের জন্যই সিটি সিনেমার ইউটিউব চ্যানেলের সাথে খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন অভিনেত্রী।
আদতে পুরুলিয়ার বাসিন্দা ইন্দ্রানী ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী। ছোট থেকেই খুব আদরে বড় হয়েছেন তিনি। বলতে গেলে অভিনেত্রীকে সারাক্ষণ তুলোয় মুড়ে বড় করেছেন তাঁর বাবা। তাই তিনি যখন প্রথম পড়াশোনা জন্য কলকাতায় আসেন তখন তাঁর একা থাকার কষ্টের কথা ভেবেই তাঁকে একা ছাড়তে রাজি ছিলেন তাঁর বাবা।
আসলে পড়াশোনায় তুখোর হওয়া সত্বেও ইন্দ্রাণীর ছোট থেকেই স্বপ্ন ছিল অভিনয় করার। তাই অভিনেত্রীর বাবা তাকে শর্ত দিয়েছিলেন অভিনয়ের করতে গেলে বিটেক পড়ার চার বছরের মধ্যেই তাকে এই পেশাতে প্রতিষ্ঠিত হতে হবে। এরপর কলকাতা এসে টানা ২ বছরের স্ট্রাগল করে বহুবার প্রত্যাখ্যান হয়েছিলেন তিনি। তখন প্রতিদিন বাড়ি এসে বালিশে মুখ গুঁজে কাঁদতেন।
কিন্তু তারপরেও প্রতিনিয়ত সৎ পথে থেকেই লড়াই চালিয়ে গিয়েছিলেন ইন্দ্রানী। তাই রাধা কৃষ্ণে বিশ্বাসী এই অভিনেত্রী আজ তার ফল ভোগ করছেন নিজেই। অভিনেত্রী জানান প্রথমদিকে তিনি এই পেশায় নতুন হওয়ায় কোনো কিছু সম্পর্কেই তাঁর কোনো ধারণা ছিল না। তাই অনেকে অনেক রকম প্রলোভন দেখিয়ে ছিলেন এবং প্রস্তাব দিয়েছিলেন তাঁকে।
কেউ কেউ কোটি কোটি টাকা আয় করার লোভ দেখিয়ে মুম্বাই নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, আবার অনেকেই তাকে সরাসরি খুবই খোলামেলাভাবে বলেছিলেন এই পেশায় আসতে গেলে কিংবা মডেলিং করতে গেলে হাতে মদের গ্লাস নিয়ে ক্লাবে আসতে হবে, আবার সেইসাথে কম্প্রোমাইজও করতে হবে। কিন্তু পুরুলিয়ার মতো জায়গা থেকে উঠে আসা ইন্দ্রানী তখনও জানতেন না ঠিক কিভাবে কম্প্রোমাইজ করতে হয়?
কিংবা কম্প্রোমাইজ বলতে ঠিক কিসের কথা বোঝানো হচ্ছে। তবে এই ধরনের নানা প্রলোভন আসা সত্বেও এবং টানা দু’বছর ব্যর্থ হয়েও তিনি সৎ পথে থেকেই অভিনয় আসার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। আর আজ তিনি স্টার জলসার মতো প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলে পরপর দুটো সিরিয়ালের প্রধান নায়িকা হয়ে রাজ করছেন বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের মনের মধ্যে ।