• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলাদেশী নায়কের ‘প্রিয়তমা’ হচ্ছেন ইধিকা! নতুন সফর শুরুর আগে উচ্ছসিত অনুরাগীরা

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় একজন নায়িকা হলেন ইধিকা পাল (Idhika Paul)। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘রিমলি’তে মুখ্য  চরিত্রে অভিনয় করে আগেই মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। পরবর্তীতে জি বাংলার আরেক জনপ্রিয় সিরিয়াল ‘পিলু’তেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন ইধিকা।

নিজের অল্প দিনের অভিনয় জীবনেই  দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।  শুরুর দিকে পিলু সিরিয়ালে তাঁর   চরিত্রে নেগেটিভ শেড দেখা গেলেও পরবর্তীতে পজিটিভ চরিত্রে বদল ঘটছে রঞ্জার।ইধিকার দুর্দান্ত অভিনয় অল্প দিনেই তাকে এনে দিয়েছে ব্যাপক সাফল্য। যার ফলে ইতিপূর্বে বিনোদন জগতের একাধিক অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীদের মুখেও শোনা গিয়েছে ইধিকার অপূর্ব অভিনয়ের প্রশংসা।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,ইধিকা পাল,Idhika Paul,শাকিব খান,Shakib Khan,প্রিয়তমা,Priyatama,বাংলাদেশী সিনেমা,Bangladeshi Cinema

এই কারণেই সিরিয়ালের প্রধান নায়িকা পিলু অভিনেত্রী মেঘনা মাইতি হলেও দিনে দিনে জনপ্রিয়তা বাড়তে শুরু করে রঞ্জা অভিনেত্রী ইধিকার। তাই পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতায় প্রধান নায়িকা পিলুকেও  ছাপিয়ে গিয়েছিলেন ইধিকা। তাই পরবর্তীতে তাঁর চরিত্রটি এতটাই গুরুত্ব পেয়েছিল যে দর্শকরা সিরিয়ালের নাম পিলুর পরিবর্তে রঞ্জা করে দেওয়ারও দাবি জানিয়েছিলেন একসময়।

এইভাবেই ধীরে ধীরে রঞ্জাই হয়ে ওঠেন ধারাবাহিকের প্রধান নায়িকা। তাই সিরিয়ালের সম্প্রচার শেষ হয়ে গেলেও আজও দর্শকদের চোখে লেগে রয়েছে রঞ্জা চরিত্রে ইধিকার অভিনয়। তবে পিলু শেষ হওয়ার পর এখনও পর্যন্ত নতুন কোন মেগা সিরিয়ালে দেখা যায়নি ইধিকাকে। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক নতুন খবর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ইধিকা পাল,Idhika Paul,শাকিব খান,Shakib Khan,প্রিয়তমা,Priyatama,বাংলাদেশী সিনেমা,Bangladeshi Cinema

তবে এবার ইধিকার মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। বাংলার গণ্ডি ছাড়িয়ে এবার বাংলাদেশের সিনেমার নায়িকা হতে চলেছেন ইধিকা।  বাংলাদেশের বিখ্যাত হিরো শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় নায়িকা হওয়ার  সুযোগ পেয়েছেন ইধিকা।  সিনেমার নাম ‘প্রিয়তমা’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ইধিকা পাল,Idhika Paul,শাকিব খান,Shakib Khan,প্রিয়তমা,Priyatama,বাংলাদেশী সিনেমা,Bangladeshi Cinema

ওপার বাংলার নায়ক শাকিব খানের বিপরীতে ইধিকা জুটি বাঁধছেন,এই খবর শোনার পর থেকে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। জানা যাচ্ছে সিনেমার শুটিং শুরু করার আগে ইতিমধ্যেই  বাংলাদেশে পাড়ি দিয়েছেন নায়িকা। ১১মে থেকেই শুরু হয়ে গিয়েছে এই ছবির শুটিং।