• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সো ফ্যাট’ থেকে ‘এত রোগা কেন?’ বডি শেমিংয়ের বিরুদ্ধে সরব দেবলীনা

Published on:

Devlina Kumar opened up about body shaming while she was bubli and after being slim

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবলীনা কুমার (Devlina Kumar)। কিছুদিন আগেই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শেষ হয়েছে দেবলিনা অভিনীত সাহেবের চিঠি (Saheber Chithi)।  অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু নিয়মিত অ্যাক্টিভ থাকে থাকেন দেবলীনা।

মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জীবনের টুকরো ছবিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। তবে বর্তমানে কোনো সিরিয়ালে অভিনয় না করলেও মাঝেমধ্যে নানান বিষয়কে কেন্দ্র করে শিরোনামে আসতেই থাকেন এই অভিনেত্রী। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় দেবলীনার ছবি দেখে অনুরাগীরা যেমন প্রশংসা করেন তেমনি মুখ বন্ধ হয় না নিন্দুকদেরও।

Devlina Kumar, Devlina Kumar marriage proposals, Devlina Kumar marriage proposals in Egypt

দেবলীনার সাজ পোশাক কিংবা বোল্ড রূপ দেখে চলতে থাকে দেদার ট্রোলিং। প্রসঙ্গত সদ্য মুক্তি পেয়েছে ঋতাভরী চক্রবর্তী অভিনীত বাংলা সিনেমা ‘ফাটাফাটি।’ এই সিনেমার ম্যধ্যে দিয়েই আমাদের সমাজে বডি  শেমিং নিয়ে যে ট্যাবু রয়েছে  তার সমূলে সজোরে আঘাত করা হয়েছে। এবার এই  বডি শেমিং নিয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অভিনেত্রী দেবলীনা কুমার।

Devlina Kumar says Women's dress is the reason of Rape

প্রসঙ্গত এখন দেবলীনা ছিপছিপে রোগা হলেও একটা সময় ছিল যখন তিনি বেশ মোটা ছিলেন। আগের সেই ফিগার  এবং অভিনেত্রীর এখনকার ফিগারের দুটি ছবি দিয়ে ক্যাপশনে অভিনেত্রী দুটি তালিকা বানিয়েছেন।

যার একটিতে দেবলীনা লিখেছেন যখন তিনি মোটা ছিলেন তখন লোকে তাঁকে দেখে কি বলতো। অভিনেত্রীর কথায় ‘ও কি মোটা!,এত মোটা, নাচতে অসুবিধে হয়না? তোমার শরীরচর্চা করা উচিত কিংবা কেউ আবার বলতো বাবাহ। কী গোলগাল!’

Devlina Kumar Tv Actress

তবে রোগ হয়েও কিন্তু নিন্দুকদের মুখ বন্ধ করতে পারেননি দেবলীনা। রোগ হওয়ার পর তাঁকে শুনতে হয়েছে ‘এত রোগা কেন? কীরকম যেন শকচুন্নির মতো,আগেই বেশি মিষ্টি ছিলে।’ এমনই নানান মন্তব্য।তাই সব শেষে দেবলীনা  লিখেছেন ‘এই সব কিছুর পরে আমি বুঝতে পেরেছি শুধু সেটাই করা উচিত যেটা তোমার করতে মন চায়,সেই শেপে থাকো যেটা তোমায় হ্যাপি রাখে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥