• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আলো কিছুতেই আমার পিছু ছাড়ছে না’! প্রকাশ্যে দেবাদৃতার নতুন সিরিয়ালের প্রথম প্রোমো

Published on:

দেবাদৃতা বসু,Debadrita Basu,আলো ছায়া,Alo Chaya,আলো,Alo,কামব্যাক,Comeback

টেলিভিশন জগতে একের পর এক যেন নতুন সিরিয়ালের মেলা বসেছে। জল্পনাকে সত্যি করে কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে জনপ্রিয় টেলিভিনেত্রী দেবাদৃতা বসুর (Debadrita Basu)। আসন্ন সিরিয়াল ‘আলোর ঠিকানা’-র মোশন পিকচার আগেই সামনে এসেছে। যা দেখে আগেই জানা গিয়েছে এই ধারাবাহিকে তার বিপরীতে জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেতা জন ভট্টাচার্য (John Bhatcahryya)।

প্রসঙ্গত দেবাদৃতাকে ইতিপূর্বে দেখা গিয়েছে একাধিক টিভি সিরিয়ালে। জি বাংলার ‘জয়ী’ সিরিয়ালের ফুটবলার জয়ী হয়ে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে জি বাংলার ‘আলো ছায়া’ ধারাবাহিকের হাত ধরে  আলো চরিত্রে অভিনয় করে পৌঁছে গিয়েছিলেন বাংলার দর্শকদের ঘরে ঘরে। এই ধারাবাহিকে পড়াশোনায় অত্যন্ত তুখোর ছিলেন তিনি।

দেবাদৃতা বসু,Debadrita Basu,আলো ছায়া,Alo Chaya,আলো,Alo,কামব্যাক,Comeback

এই সিরিয়াল শেষ হওয়ার পরে দেবাদৃতাকে দেখা গিয়েছিল স্টার জলসার ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ সিরিয়ালে। এই সিরিয়াল শেষ হওয়ার পর বহুদিন ক্যামেরার সামনে আসেননি অভিনেত্রী। এতদিন বাংলার প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলগুলো থেকে সেই ভাবে কোন সুযোগ পাননি দেবাদৃতা। তবে অবশেষে তিনি ফিরছেন সান বাংলার নতুন ধারাবাহিক আলোর ঠিকানাতে।

দেবাদৃতা বসু,Debadrita Basu,আলো ছায়া,Alo Chaya,আলো,Alo,কামব্যাক,Comeback

এই নিয়ে পরপর দুবার ধারাবাহিকে আলো চরিত্রে অভিনয় করছেন দেবাদৃতা। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে সম্প্রতি ইটিভি ভারতকে অভিনেত্রী জানিয়েছেন আলো তার পিছু ছাড়ছে না। তবে অভিনেত্রীর এটা ভেবে ভালো লাগছে মানুষ আগেও তাকে আলো বলে ডাকতো আর এই সিরিয়ালের পর তারা আবারও তাকে আলো নামেই ডাকতে পারবে। সদ্য  চ্যানেলের তরফে প্রকাশে এসেছে এই সিরিয়ালের একটি নতুন প্রোমো ভিডিও।

সেই ভিডিওতে দেখাই যাচ্ছে আগেরবারের মতো এবারও তার চরিত্রটি একেবারে বইপোকা। তবে এখনো পর্যন্ত জানা যায়নি সুরিন্দার ফিল্মসের আসন্ন এই সিরিয়ালটি টিভির পর্দায় কবে থেকে দেখা যাবে। আসন্ন ধারাবাহিক প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন এই ধারাবাহিকে তার চরিত্রটিএকেবারে আলাদা।  তাছাড়া এই ধারাবাহিকের গল্পে থাকবে একাধিক খলনায়ক। সবমিলিয়ে বেশ কিছু চমক অপেক্ষা করছে আসন্ন এই ধারাবাহিকের দর্শকদের জন্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥