• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের মাকেও এভাবে সম্মান করো? মায়ের নামে কটুক্তি শুনে ক্ষুদ্ধ ‘চেঙ্গিজ’ অভিনেত্রী আয়েশা

Published on:

Ayesha Bhattacharya got angry after netizens trolled her mother

Ayesha Bhattacharya got angry after netizens trolled her mother: সোশ্যাল মিডিয়ার দৌলতে বিনোদন জগতের সাথে যুক্ত নায়ক নায়িকাদের ট্রোলিংয়ের মুখে পড়ার বিষয়টি নতুন নয় একেবারেই।  কিন্তু কথা যখন মাকে নিয়ে হয় তখন সত্যিই চুপ করে থাকাটা অন্যায়। মা মানেই সবার কাছেই অত্যন্ত পবিত্র এবং নিশর্ত এক ভালোবাসার জায়গা। এবার এক জনপ্রিয় অভিনেত্রীর মাকে নিয়েই নোংরা রসিকতায় মাতলেন নেটিজেনদের একাংশ।

আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের মায়ের সাথে একটি মিষ্টি নাচের ভিডিও শেয়ার করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য (Ayesha Bhattacharya)। আর সেই ভিডিও দেখেই সোশ্যাল মিডিয়ার রাহুল মন্ডল নামে এক নেটিজেন অভিনেত্রীর মাকে উদ্দেশ্য করে লিখেছেন ‘মা টার কি পোলিও হয়েছে নাকি?’ মাকে নিয়ে এমন মন্তব্য চোখের সামনে আসতেই আর চুপ থাকতে পারেননি আয়েশা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,আয়েশা ভট্টাচার্য,Ayesha Bhattacharya,চেঙ্গিজ,Chengiz,জিৎ,Jeet,মা,Mother,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,প্রতিক্রিয়া,Reaction,ক্ষোভ,Anger

প্রসঙ্গত খুব ছোট থেকেই অভিনয়ের সাথে যুক্ত আয়েশা। সদ্য জিতের ‘চেঙ্গিজ’ সিনেমাতেও অভিনয় করেছেন আয়েশা। আর তার অভিনয়ে আসার ক্ষেত্রে অনেক অবদান রয়েছে তাঁর মায়ের। আয়েশার কথায় ‘আমি আমার মায়ের জন্য গর্বিত। মায়ের মেয়ে হয়ে গর্বিত। আজ আমি যা কিছু সবটাই আমার মায়ের জন্য’। এদিন যারা আয়েশার মাকে কটু কথা বলেছেন তাদের অভিনেত্রী বলেছেন ‘কী বিরক্তিকর। লজ্জা হওয়া উচিৎ’।
অভিনেত্রীর সংযোজন ‘আমায় যা ইচ্ছে নোংরা মন্তব্য করুন। কিন্তু মা’ কে নিয়ে এরকম কমেন্ট করে নিজের শিক্ষাটাকে তুলে ধরবে না। যারা এই মন্তব্যে হাহা রিএক্ট করেছে, তাদের জানাই ধিক্কার। তারা নাকি মেয়ে! ভবিষ্যতে তারা হবে মা। বা কেউ হয়তো ইতিমধ্যেই মা হয়ে গিয়েছেন। ছিঃ। ধিক্কার।’
বাংলা সিরিয়াল,Bengali Serial,আয়েশা ভট্টাচার্য,Ayesha Bhattacharya,চেঙ্গিজ,Chengiz,জিৎ,Jeet,মা,Mother,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,প্রতিক্রিয়া,Reaction,ক্ষোভ,Anger
মায়ের এই অপমান কিছুতেই যেন মেনে নিতে পারছেন না আয়েশা। তাই জনৈক ওই নেটিজেনের কমেন্টের স্ক্রিন শট আর ওই কমেন্টে যারা হা হা রিয়াক্ট করেছেন তার স্ক্রিনশট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী লিখেছেন ‘#সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস… ‘মা টার কি পোলিও হবে নাকি!’– ছিঃ! তার মানে যাঁদের পোলিও আছে তাঁদের কেও অপমান করা। আমার এখনও হজম হচ্ছে না। বিশেষত এই লাইনটা।’


এছাড়াও আয়েশা লিখেছেন , ‘আমি সত্যিই হতবাক। কেও কারও মা’কে নিয়ে এরকম মন্তব্য করতে পারে কী করে? তোমাদের ও নিশ্চয়ই বাড়িতে মা আছেন। তোমরাও কি তাঁকে ঠিক এই সম্মানই কর? তোমাদের লজ্জা হওয়া উচিৎ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥