বাংলা টেলিভিশের দর্শকদের কাছে অল্পদিনেই বেশ পরিচিতি পেয়েছে টেলি অভিনেত্রী অর্কজা আচার্য (Arkoja Acharya)। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো নিরুপমা’ (Ogo Nirupama)-র হাত ধরেই প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল থিয়েটার জগতের এই অভিনেত্রীর। যদিও গত বছরের আগস্টেই বছর ঘোরার আগেই শেষ হয়ে যায় তার সেই প্রথম সিরিয়াল।
যদিও আজকের দিনে অভিনেতা অভিনেত্রীদের হাতে থাকে ঠাসা কাজ। তাই প্রথম সিরিয়াল শেষ হয়ে গেলেও তার পর কিন্তু বসে থাকতে হয়নি অর্কজাকে। আর তাই ‘ওগো নিরুপমা’ শেষ হওয়ার পরেই বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)-তে আইপিএস অফিসার বসুন্ধরার চরিত্রে অভিনয় করে অল্প দিনেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী।
এই সিরিয়ালের সুবাদেই দর্শকদের কাছে তিনি ‘ধারা’ (Dhara) নামেই বেশি পরিচিত। তবে এই সিরিয়ালের পাশাপাশি কালার্স বাংলাতেও ‘মৌয়ের বাড়ি’ সিরিয়ালে অনুষ্কা চরিত্রে কিছুদিনের জন্য অভিনয় করেছিলেন অর্কজা। প্রসঙ্গত অর্কজা হলেন পাঠভবনের ছাত্রী। বাংলা সাহিত্য নিয়েই পড়াশোনা তাঁর। ছোট থেকেই থিয়েটারে অভিনয় করেন তিনি।
গত মাসেই ১৮ জুলাই থেকে আকাশ আটে শুরু হয়েছে অভিনেত্রীর নতুন সিরিয়াল ‘শ্রেয়সী’ (Shreyoshi)। বাংলার জনপ্রিয় সাহিত্যিক সুবোধ ঘোষের (Subodh Ghosh) লেখা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিয়াল। তাই বাংলা সাহিত্যের ছাত্রী হিসাবে এই চরিত্র নিয়ে শুরু থেকেই দারুন উচ্ছাসিত অর্কজা। তাই তাই টিআরপিতে এগিয়ে থাকা মিঠাই এর মতো সিরিয়াল ছাড়তেও দিবার ভাবেননি অভিনেত্রী।
সম্প্রতি টিভি নাইন বাংলার সাথে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন এই সিরিয়ালে তার চরিত্রটি ভীষণভাবে নারীবাদী। তাই অন্যায়ভাবে মেয়েদের ওপর চাপিয়ে দেওয়া নানান বিষয়ে মাঝেমধ্যেই গর্জে ওঠেন তিনি। সেইসাথে অকপট সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন প্রাক্তন প্রেমিক তথা অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস -এর সাথে সম্পর্ক ভেঙে যাওয়া প্রসঙ্গেও।
জানা যায় অর্কজার সাথে বিশ্বাবসু বিশ্বাসের বন্ধুত্ত্ব প্রায় সাত-আট বছরের। তারপর প্রেম। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। আর সম্পর্ক ভেঙে যাওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী বলেছেন ‘তারপর যা হয়, ব্যক্তিগত দূরত্ব বাড়ে। আর আমরাও কোথাও গিয়ে উপলব্ধি করি বন্ধুত্বের থেকে প্রেম নয়, প্রেমের থেকে বন্ধুত্ব অনেক ভাল। সেই কারণেই আবারও বন্ধুত্বে ফেরা’। তবে অভিনেত্রী জানিযেছেন প্রেম ভেঙে যাওয়ার পরেও প্রাক্তনের সাথে নাকি বন্ধুত্ব হয়। আর তাদের এই সম্পর্কটা নাকি আজীবন থাকবে।