• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এভাবেই ফিরে আসা যায়’, ক্যান্সারকে হারিয়ে হাসিমুখেই পর্দায় ফিরছেন ঐন্দ্রিলা, গর্বিত সব্যসাচী

Updated on:

Sabyasachi Chowdhury সব্যসাচী চৌধুরী,Aindrila Sharma,ঐন্দ্রিলা শর্মা,Didi No 1,দিদি নং ওয়ান,Rachana Banerjee,রচনা ব্যানার্জী

হাসপাতালের বেডে শুয়ে শুয়েই মারণ রোগ ক্যান্সারের সাথে কঠিন লড়াই শেষে গত বছরের ডিসেম্বরেই হাসিমুখে ফিরে এসেছেন সকলের প্রিয় ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। বেঁচে থাকার আদম্য ইচ্ছা আর লড়াই করার প্রচন্ড জেদ জীবনযুদ্ধের এই কঠিন লড়াই জিতেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। তবে এই প্রথম নয় এর আগে আরও একবার তার শরীরে থাবা এসেছিল এই মারণ রোগ।

উল্লেখ্য গত বছরের ফেব্রুয়ারিতেই ঐন্দ্রিলার শরীরে দ্বিতীয়বার ক্যান্সার ধরা পড়েছিল। তারপর শুরু হয়ে যায় চিকিৎসা। একের পর এক জটিল অস্ত্রোপচার, কেমোথেরাপি শেষে জয় ঐন্দ্রিলার। আর এই কঠিন সময়ে অভিনেত্রীর পরিবারের পাশাপাশি তার হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন তার কাছের মানুষ তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। আপাতত চিকিৎসার সময়সীমা শেষ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঐন্দ্রিলাও।

Sabyasachi Chowdhury সব্যসাচী চৌধুরী,Aindrila Sharma,ঐন্দ্রিলা শর্মা,Didi No 1,দিদি নং ওয়ান,Rachana Banerjee,রচনা ব্যানার্জী

ক্যানসার জয়ের পর অভিনয়ের জগতে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন ঐন্দ্রিলা। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘসময় পর এবার টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন ঐন্দ্রিলা। তবে কোনো এখনই কোনো ধারাবাহিক নয়,ফিনিক্স পাখির মতো ঐন্দ্রিলার এই কামব্যাকের প্রথম ধাপ হতে চলেছে দিদি নম্বর ১(Didi No 1)-এর মঞ্চ।

Sabyasachi Chowdhury সব্যসাচী চৌধুরী,Aindrila Sharma,ঐন্দ্রিলা শর্মা,Didi No 1,দিদি নং ওয়ান,Rachana Banerjee,রচনা ব্যানার্জী
এদিন এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরী। রচনা বন্দ্যোপাধ্যায়ের(Rachna Banerjee) সঙ্গে দিদি নম্বর ওয়ানের মঞ্চে প্রাণ খুলে নাচছেন ঐন্দ্রিলা, এমন একটি ছবির সাথে গত বছর ১লা মার্চে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ঐন্দ্রিলার ছবি কোলাজ করে শেয়ার করেছেন সব্যসাচী। যা দেখে কমেন্ট সেকশনে খোদ ঐন্দ্রিলা লিখেছেন ‘ ‘এবার তো কাঁদিয়ে ছাড়বে’।

Sabyasachi Chowdhury সব্যসাচী চৌধুরী,Aindrila Sharma,ঐন্দ্রিলা শর্মা,Didi No 1,দিদি নং ওয়ান,Rachana Banerjee,রচনা ব্যানার্জী

ক্যাপশনে অভিনেতা লিখেছেন ‘প্রথম ছবিটি দিল্লির হাসপাতালে তোলা, কেমো শুরু হয় সেইদিন। ১ মার্চ, ২০২১।…দ্বিতীয় ছবিটি গতকালের। ১ মার্চ, ২০২২।’সেইসাথে তার আরও সংযোজন ‘উপায় না থাকলে, হিমশীতল রাতে নিজের স্বপ্নগুলোকে ঝলসে তাপ পোয়াতে হয়। ভোরের আলো ফুটলে, ফের নতুন করে স্বপ্ন বুনতে হয়। নিজের স্বপ্নপোড়া গন্ধ যতদিন তোমার নাকে লেগে থাকবে, জানবে তুমি অপ্রতিরোধ্য। এভাবেই ফিরে আসা যায়।’ এই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥