মহালয়া (Mohaloya) মানেই কিন্তু বাঙালির কাছে দুর্গাপুজোর গৌরচন্দ্রিকা। এখন থেকেই আকাশে কালো মেঘের ফাঁকে ফাঁকেই উঁকি দিতে শুরু করেছে নীল সাদা ঝলমলে আকাশ। সব মিলিয়ে এখনই যেন আকাশে বাতাসে ম ম করছে পুজোর গন্ধ। আগমনীর সুরে মুখরিত আকাশ বাতাস। প্রতিবছর মহালয়ার দিন থেকেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুভ সূচনা হয়ে যায় দেবীপক্ষের।
কৈলাস ছেড়ে লক্ষ্মী ,সরস্বতী এবং কার্তিক, গণেশ কে নিয়ে মা দুর্গার আগমন ঘটে মর্ত্যে।পুজোর কটা দিন উৎসব পাগল বাঙালি সব ভুলে মেতে ওঠে আনন্দে। পুজো মানেই বাঙালির কাছে খাওয়া দাওয়া আড্ডা হৈ হৈ রৈ রৈ ব্যাপার। এখন থেকেই পূজোর শপিং-এ তুমুল ব্যস্ত সকল বাঙালি। তবে যে যতই কেনাকাটা করুক না কেন মহালয়ার সকালটা কিন্তু রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী না শোনা পর্যন্ত এক কথায় অসম্পূর্ণ।
তারপরেই রয়েছে টিভির পর্দায় চ্যানেলে চ্যানেলে অভিনেত্রীদের দেবী দুর্গা সাজার প্রতিযোগিতা। এখনকার দিনে প্রত্যেক বছর বিনোদনমূলক চ্যানেলগুলোর সাথে একপ্রকার ঠান্ডা লড়াই চলতেই থাকে। কে সেরা দুর্গা এই নিয়ে চলে জোর টক্কর। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ধীরে ধীরে বিভিন্ন চ্যানেলের তরফে প্রকাশ করা হচ্ছে মহালয়ার ঝলক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কালার্স বাংলার (Colors Bangla ) মহালয়া ‘দেবী দশমহাবিদ্যা’-র বিভিন্ন রূপ।
এবছর সকলকে চমক দিয়ে প্রথমবার টেলিভিশনের পর্দায় দেবী দুর্গার রূপে ধরা দিতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তার সাথেই দেবী দুর্গার বিভিন্ন রূপে দেখা যাচ্ছে বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় সব অভিনেত্রীদের। সদ্য প্রকাশ্যে এসেছে কালার্স বাংলার এই মহালয়ার দ্বিতীয় প্রমো। সেখানে দেখা গিয়েছে ঋতুপর্ণা ছাড়াও দেবী দুর্গার এই দশ রূপের মধ্যে পাতাল ফুঁড়ে বেরিয়ে আসা দেবী কালি রূপে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রুতি দাসকে।
এছাড়াও মায়ের একটি বিশেষ রূপ দেবী মাতঙ্গী রূপে দেখা যাচ্ছে ‘জিয়নকাঠি’ খ্যাত জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। প্রসঙ্গত ক্যান্সার আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পর এটাই নায়িকার টেলিভিশনের পর্দায় প্রথম কাজ হতে চলেছে। তাই বহুদিন পর তাকে টিভির পর্দায় আবার দেখতে পেয়ে ভীষণ খুশি তার অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওর কমেন্ট সেকশনে উপচে পড়েছে অভিনেত্রীর প্রতি তার অসংখ্য অনুরাগীদের ভালবাসা আর শুভকামনা। এই চ্যানেলে দেবী দশমহাবিদ্যার বিভিন্ন রূপে রয়েছেন ডোনা ভৌমিক, তিতিক্ষা দাস,অদ্রিজা রায়, দেবলীনা দত্ত,রিমঝিম মিত্র, শ্রুতি দাস ,দেবাদৃতা বসু, সংঘমিত্রা তালুদার, এবং সৈরিতি বন্দ্যোপাধ্যায়।
View this post on Instagram