‘কৃষ্ণকলি’ সিরিয়ালের শ্যামা চরিত্রের হাত ধরেই মিলেছে আকাশছোঁয়া জনপ্রিয়তা। প্রথম সিরিয়াল থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়ে শ্যামা অভিনেত্রী তিয়াশা রায় (Tiyasha Roy) এখন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম। সদ্য সিরিয়াল শেষ হলেও ব্যস্ততা কমেনি অভিনেত্রীর। এরইমধ্যে কিছুদিনের জন্য জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘রান্নাঘর’-এর সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন তিয়াসা।
ব্যস্ততার মধ্যেও বরাবরই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন তিয়াসা। বিগত বেশ কিছুদিন ধরেই অভিনয়ের পাশাপাশি ব্যাক্তিগত জীবন নিয়েও শিরোনামে রয়েছেন তিয়াসা। স্বামী তথা অভিনেতা সুবান রায় (Suban Roy)-এর সঙ্গে ব্যাক্তিগত জীবনের টানপোড়েন নিয়েও মাঝেমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন অভিনেত্রী।
মাঝে মধ্যেই শোনা যায় সুবান-তিয়াসার বিচ্ছেদ জল্পনা। তাছাড়া আগে যেমন সোশ্যাল মিডিয়া খুললেই সুবান তিয়াসার একসাথে ফটো দেখা যেত। এখন আর তেমনটা দেখা যায় না। এখন ঘুরতে যাওয়া থেকে বার্থডে সেলিব্রেশন সবকিছু একা একাই করতে দেখা যায় তিয়াসা কে। তাই দাম্পত্য জীবনে ইতি না টানলেন তাদের মধ্যে দূরত্ব যে তৈরি হয়েছে, একথা একপ্রকার নিশ্চিত তাদের কথাবার্তাতেও।
প্রসঙ্গত আজ থেকে ৩ বছর আগে ইন্ডাস্ট্রিতে একেবারেই নিউকামার ছিলেন তিয়াসা। স্বামী সুবানের হাত ধরেই এই অভিনয় জগতে হাতেখড়ি হয় তিয়াসার। সেসময় সুবান নিজে হাতেই সবকিছু শিখায়েছিলেন তিয়াসা কে। স্ত্রী তিয়াসা প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছিলেন সুবান। অভিনেতা জানান স্ত্রীর থেকে তিনি এখনও অবধি বিচ্ছিন্ন নন। তবে যে যার কাজে ব্যস্ত রয়েছেন। কিন্তু সুবান স্পষ্ট জানান তিয়াশা চাইলে বিনা প্রশ্নেই বিচ্ছেদ মেনে সুবান।
তিনি জানান তিয়াসা যখন নিউকামার ছিলেন তখন সবকিছু হাতে ধরে শেখাতে হত। এক এক সময় দমবন্ধ লাগলেও কিছু করার ছিল না। সবসময় তিয়াশাকে আগলাতে ভালো লাগত না তাঁর। সুবান জানিয়েছেন তিনি চেয়েছিলেন তিয়াসার স্বামী হতে, প্রেমিক হতে। কিন্তু পালন করতে হত তিয়াশার অভিভাবকের দায়িত্ব। কিন্তু বিগত ৩ বছরে তিয়াশা নাকি অনেকটাই বড় হয়ে গিয়েছেন। নিজের মতো করে সিদ্ধান্ত নিতে শিখেছেন। তাই সুবানের দায়িত্ব অনেকটাই কমেছে।