দরিদ্র কৃষক পরিবারের গ্রামের মেয়ের গল্প নিয়ে বছর দুয়েক আগে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল ‘রিমলি’ (Rimli)। কিন্তু দর্শক টানতে ব্যর্থ হওয়ায় TRP -এর দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়তে পড়তে অবশেষে বন্ধ হয়ে যায় জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক। এই সিরিয়ালের মুখ্য চরিত্র অর্থাৎ রিমলির চরিত্রে অভিনয় করে অল্প দিনেই দর্শকদের মন জয় করে নিয়েছেন নবাগতা অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul) ।
প্রথম সিরিয়ালেই মুখ্য চরিত্রে অভিনয় করার পর ইদানীং তিনি জি বংলার অপর জনপ্রিয় সিরিয়াল ‘পিলু’ (Pilu)-তে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জার চরিত্রে অভিনয় করছেন ইধিকা। এখানে শুরু থেকেই তার চরিত্রে অনেক গুলি নেগেটিভ শেড দেখা যাচ্ছে। তবে বেশ কিছুদিন হল মল্লারের প্রতারণার শিকার হওয়ার পর থেকে ধীরে ধীরে বদল ঘটছে রঞ্জার।
এই সিরিয়ালেই নায়ক আহিরের বাবার চরিত্রে অভিনয় করছেন বাংলা ইন্ডাস্ট্রির বেশ পুরনো অভিনেতা সপ্তর্ষি রায় (Saptarshi Ray) । সিরিয়ালে রঞ্জা অভিনেত্রী ইধিকার অভিনয় তাকে মুগ্ধ করেছে। সেকথা জানিয়েই এদিন এই নতুন প্রজন্মের অভিনেত্রী ইধিকাকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতা সপ্তর্ষি রায়। প্রসঙ্গত ইধিকার এই ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের বয়স মাত্র ২ বছর। তাতেই তিনি দর্শকদের পাশাপাশি যেভাবে বড়দের আশীর্বাদ পেয়েছেন তাতে তিনি আপ্লুত।
নতুন প্রজন্মের অভিনেত্রী ইধিকার প্রশংসা করে তার সাথে একটি ছবি দিয়ে ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন “আমরা সাধারণত নতুন প্রজন্মকে নানা বিষয়েই অবজ্ঞা করে থাকি, তাদের সমালোচনা করে থাকি, ভাবি পুরনো মানেই সোনা আর নতুন সবই চারা পোনা! কিন্তু সত্যিই কি তাই? আমি অন্তত তা মনে করিনা৷ আমি প্রতিদিনই নতুন প্রজন্মের কাছ থেকে কিছু না কিছু শিখি! আর অভিনয় তো এক এমন বিদ্যে যার কোনো সিলেবাস হয়না আর হলেও সে সিলেবাসের শেষ বলে কিছু নেই”!
এই পোস্টে অভিনেতা আরও জানিয়েছেন ছবিতে তার সাথে যে সুন্দরী অভিনেত্রীকে দেখা যাচ্ছে তার অভিনয়ের বয়স মাত্র ২ বছর! নাম ইধিকা পাল৷ এরপরেই পর্দার রঞ্জার প্রশংসায় অভিনেতা লিখেছেন “বিশ্বাস করুন, ফ্লোরে তার কাজ দেখে চমকে যাচ্ছি! আমি সৌভাগ্যবান এমন সব নতুন নতুন প্রতিভার সাথে কাজ করার এবং নিজেকে অহরহ আপডেট করার সুযোগ পাচ্ছি।”এই পোস্টের কমেন্ট সেকশনে অভিনেতার মন্তব্যের সাথে সহমত পোষণ করেছেন ইধিকার আগের সিরিয়ালের রাগী শ্বাশুড়ী চরিত্রের অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীও (Bidipta Chakraborty)।