বাংলা টেলিভিশনের জগতের একজন জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য। যদিও এখন তাঁর আরও একটা পরিচয় রয়েছে। স্টার জলসার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর ‘ভাসান বাপি’ (Vasan Bapi) রূপেও বেশ পরিচিত তিনি। সদ্য টিভির পর্দায় শেষ হয়েছে এই নাচের রিয়ালিটি শো।
দেখতে দেখতে এই ইন্ডাস্ট্রিতে তিনি পার করে ফেলেছেন প্রায় ৬ বছর। ২০১৭ সালে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ভজ গোবিন্দ’-র হাত ধরেই প্রথম টেলিভিশনের পর্দায় তাঁর আত্মপ্রকাশ হয়েছিল। এরপরে আর ফায়ার তাকাতে হয়নি অভিনেতা। প্রথম সিরিয়ালের হাত ধরে তুমুল জনপ্রিয়তা লেভার এখন কিন্তু ঠাসা কাজ তাঁর কাছে।
ওটিটি প্লাটফর্মের ওয়েব সিরিজের পাশাপাশি খুব তাড়াতাড়ি বড় পর্দাতেও ডেবিউ করতে চলেছেন তিনি। সব মিলিয়ে সময়ের সাথে ব্যাস্ততার সাথেই দিনে দিনে বাড়ছে রোহনের জনপ্রিয়তা। এমনিতে সোশ্যাল মিডিয়াতও বরাবরই নিয়মিত আপডেট দিতে দেখা যায় অভিনেতাকে। সেইসাথে রয়েছে নজরকাড়া ফ্যান ফলোয়িং। তাই রোহন সোশ্যাল মিডিয়ায় কোনো আপডেট দেওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায় নিমেষে।
মাঝে মধ্যেই নানান মজার ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেতাকে। সম্প্রতি তেমনই একটি ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেতাকে। সেখানে দেখা যাচ্ছে প্রচন্ড বৃষ্টির মাঝে চাটে মাথায় দিয়ে চলতে আচমকা এক যুবক তলিয়ে যাচ্ছে ম্যানহোলের মধ্যে। যার মুখ স্পষ্ট বোঝাই যায়নি। এই ভিডিওর সাথেই নিজের অপর একটি ভিডিও জুড়ে দেন রোহন।
View this post on Instagram
যা দেখেই বোঝা যাচ্ছে জলে ডুবে যাওয়ার কোনো এক ফিল্টার ব্যবহার করেছেন রোহন। সেই ভিডিওতেই পর্দার ভাসান বাপির কায়দায় কমেডি করে তাকে বলতে শোনা যাচ্ছে ‘রাস্তায় ফুটো ছিল তাই শীতো কালে ভাসান হয়ে গেল’! এই ভিডিওর ক্যাপশনেও রোহন লিখেছেন ‘শীতো কালে ভাসান’। কিন্তু ম্যানহোলে ডুবে যাওয়ার মতো বিষয় নিয়ে রোহনের কমেডি করার বিষয়টি একেবারেই পছন্দ হয়নি নেটিজেনদের।
তাই অভিনেতার ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে একজন লিখেছেন একটু খোঁজ নিয়ে দেখতে প্রতিবছর বৃষ্টির সময় কত মানুষ শুধুমাত্র এই ম্যানহোলে ডুবে মারা যান। তাই তিনি সাফ জানিয়েছেন যারা মানুষের জীবন নিয়ে কমেডি করেন তাদের তিনি নিজের প্রোফাইলে কিছুতেই রাখবেন না।