• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মীরাবাঈ অতীত! এবার নতুন নায়িকার সাথে জুটি বাঁধছেন জয়ী দেবরায়, রইল বিস্তারিত

বাংলা টেলিভিশনের পর্দায় এখন একের পর এক নতুন সিরিয়ালের হিড়িক। আর সেইসব সিরিয়ালের হাত ধরেই একের পর এক টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় সব টেলি অভিনেতা-অভিনেত্রীরা। এরই মধ্যে দীর্ঘ ছয় বছরের বিরতি কাটিয়ে টেলিভিশনের পর্দায় কামব্যাক (Comeback) করেছেন জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত।  অন্যদিকে দীর্ঘ দেড় বছর পর জি বাংলাতেই নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন ‘কি করে বলবো তোমায়’ খ্যাত রাধিকা অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

এবার জানা আছে দীর্ঘদিনের ছুটি কাটানোর পর কামব্যাক করছেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ জয়ী দেবরয় (Joe Debroy)। অভিনেতাকে শেষবার দেখা গিয়েছে স্টার জলসায় জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ (Srikrishna Bhakta Meera)-তে। এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসু। ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় শেষ হয়েছে সেই সিরিয়াল।

   

জয়ী দেবরয়,Joe Debroy,শ্রীকৃষ্ণ ভক্ত মীরা,Srikrishna Bhakta Meera,ওয়েব সিরিজ,Web Series,কামব্যাক,Comeback

তারপর বেশ কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন জয়ী। তবে এবার সেই বিরতি কাটিয়ে তিনি ফিরছেন নতুন রূপে। তবে কোন সিরিয়ালে নয় অভিনেতা ফিরছেন ওয়েব সিরিজে (Web Series)। জানা যাচ্ছে আড্ডা টাইমসের একটি আসন্ন ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন জয়ী। তবে শুধু জয়ী একা নন এই ওয়েব সিরিজে তার সাথেই দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেতা রোহান ভট্টাচার্য এবং মধুরিমা বসাককে।

এছাড়াও এই ওয়েব সিরিজে থাকবেন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। অ্যাকশন কমেডি নির্ভর এই ওয়েব সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে তার শুটিং। জানা গেছে ইতিমধ্যেই শহর কলকাতার বুকে ওয়েব সিরিজের একটি পর্বের শুটিং শুরু হয়েছে যা শেষ হতেই শুরু হবে দ্বিতীয় পর্বের শুটিং। জয়ী দেবরয়,Joe Debroy,শ্রীকৃষ্ণ ভক্ত মীরা,Srikrishna Bhakta Meera,ওয়েব সিরিজ,Web Series,কামব্যাক,Comeback

প্রসঙ্গত জনপ্রিয় সিরিয়াল হৃদয়হরণ বি এ পাশ দিয়ে কেরিয়ার শুরুর পর একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন জয়ী। আর এবার তিনি ডেবিউ করছেন ওয়েব সিরিজে। অন্যদিকে জানা যাচ্ছে এই ওয়েব সিরিজের  দুই অভিনেতা রোহন এবং মধুরিমা দুজনেই এখন ব‍্যস্ত অন‍্য প্রোজেক্টের কাজে।

site