পুজো এসে গিয়েছে। এখন চারপাশের আকাশে বাতাসে ম ম করছে পুজোর গন্ধ। সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রিটি পুজোর এই দিনগুলোতে সবকিছু ভুলে উৎসবের আনন্দে মেতে ওঠেন সকলে। তবে আগের পুজোর তুলনায় এখনকার দিনের পুজো কিন্তু বেশ আলাদা। এখনকার দিনে পুজো মানেই নিত্য নতুন থিমের ভীড়। আর পূজো আসতেই প্রত্যেক বছরেই কলকাতার নানান পূজা মন্ডপে হিড়িক পড়ে যায় ফিতে কেটে পুজো উদ্বোধন করার।
আর এই পুজোর উদ্বোধনের ক্ষেত্রে বাংলার সেলিব্রেটিদের একটা বিরাট ভূমিকা থাকে। প্রতি বছরই ক্লাবের পূজো উদ্যোক্তাদের নিমন্ত্রণে মন্ডপে মন্ডপে গিয়ে ফিতে কেটে কেটে আসেন টিভি সিরিয়াল থেকে শুরু করে সিনেমা জগতের জনপ্রিয় সব তারকারা। তার জন্য তারা নিয়ে থাকেন মোটা অংকের পারিশ্রমিকও। আনন্দবাজার অনলাইনের তরফে পাওয়া এবারের সেলিব্রেটিদের সম্ভাব্য পারিশ্রমিকের তালিকা তুলে ধরা হলো আজ বংট্রেন্ডের পাতায়। তবে জানা যাচ্ছে স্থান কাল পাত্র ভেদে এই সংখ্যা হেরফের হতেও পারে।
১.অর্কজা আচার্য (Arkoja Acharya)
পুজোয় ফিতে কেটে পারিশ্রমিক নেওয়ার এই তালিকায় রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অর্কজা আচার্য। ‘মিঠাই’ সিরিয়ালের পুলিশ অফিসার ধারা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এবছরের দুর্গাপুজোয় ফিতে কাটার জন্য পারিশ্রমিক হিসেবে তিনি নিচ্ছেন ২৫ হাজার টাকা। অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের তুলনায় যা সবচেয়ে কম।
২.গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)
দুর্গা পুজোর ফিতে কাটে কাটার এই টেলি অভিনেতাদের তালিকায় রয়েছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পিলু সিরিয়ালের নায়ক গৌরব রায় চৌধুরীও।পারিশ্রমিক হিসেবে তিনি ধার্য করেছেন ৩০ হাজার টাকা।
৩. সৃজলা গুহ (Srijla Guha)
বাংলার এই জনপ্রিয় সেলিব্রিটিদের তালিকায় রয়েছেন মন ফাগুন সিরিয়ালের নায়িকা অর্থাৎ পিহু অভিনেত্রী সৃজলা গুহ. শুধুমাত্র একটা ফিতে কাটার জন্য পারিশ্রমিক হিসেবে তিনি নিচ্ছেন ৩৫ হাজার টাকা।
৪. শ্যামপ্তি মুদলি (Shyamoupti Mudly)
তার থেকে এক ধাপ উপরে রয়েছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি সিরিয়ালের নায়িকা শ্যামপ্তি মুদলি।ফিতে কাটার জন্য তিনি নিচ্ছেন ৪০ হাজার টাকা।
৫. প্রতীক সেন (Pratik Sen)
জনপ্রিয় অভিনেতাদের এই তালিকায় রয়েছেন বাংলার অসংখ্য তরুণীর ক্রাশ তথা সাহেবের চিঠি সিরিয়ালের নায়ক সাহেব অভিনেতা প্রতীক সেন। ফিতে কাটার জন্য প্রতীক এ বছর নিচ্ছেন ৪৫ হাজার টাকা।
৬. দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singharoy)
সাহেবের দেখানো পথেই হাঁটছেন তার নায়িকা তথা চিঠি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। তিনিও পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ৪৫ হাজার টাকা।
৭. ইন্দ্রাশীষ চক্রবর্তী (Indrasish Chakraborty)
একইভাবে পুজোয় ফিতে কাটার জন্য স্টার জলসার ধুলোকণা সিরিয়ালের নায়ক লালন অভিনেতা ইন্দ্রাশীষ চক্রবর্তী নিচ্ছেন ৪৫ হাজার টাকা।
৮. মানালি দে (Manali Dey)
পিছিয়ে নেই ধুলোকণা সিরিয়ালের নায়িকা তথা ফুলঝুরি অভিনেত্রী মানালি দেও। পুজোয় ফিতে কাটার জন্য ৪৫ হাজার টাকা নিচ্ছেন তিনিও।
৯. সোলাঙ্কি রায় (Solanki Roy)
এই একই পথে হেঁটেছেন স্টার জলসার গাঁটছড়া সিরিয়ালের নায়িকা তথা খড়ি অভিনেত্রী সোলাঙ্কি রায়ও। পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ৪৫ হাজার টাকা।
১০. দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)
পুজোয় ফিতে কাটার জন্য পারিশ্রমিক হিসেবে টাকার অংকটা অন্যদের তুলনায় একটু বেশিই চড়িয়েছেন জি বাংলার করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের রানীমা তথা সকলের প্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। পুজোয় ফিতে কাটার পারিশ্রমিক হিসাবে নায়িকা নিচ্ছেন নয় নয় করে ৭০হাজার টাকা।
১১. সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)
তালিকায় রয়েছেন বাংলার সেরা সিরিয়াল মিঠাইয়ের নায়িকা মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তিনি পুজোয় ফিতে কাটার পারিশ্রমিক হিসাবে ধার্য করেছেন ৮৫ হাজার টাকা। পারিশ্রমিক হিসাবে যা বাংলার সমস্ত টেলি অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ।
১২. শন ব্যানার্জী (Sean Banerjeee)
তালিকায় রয়েছেন স্টার জলসার জনপ্রিয় মনফাগুন সিরিয়ালের নায়ক ঋষি অভিনেতা শন ব্যানার্জী। এবারের দুর্গাপুজোয় ফিতে কাটার পারিশ্রমিক হিসেবে তিনি ধার্য করেছেন এক লাখ টাকা। যা বাংলা টেলিভিশন জগতের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ।
View this post on Instagram