• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমের অভিনয় করতে করতে সত্যিই কারিনা কাপুরকে ভালো বেসেছিলেন এই বলিউড অভিনেতা

Published on:

বলিউড অভিনেতা জিতেন্দ্রের পুত্র তুষার কাপুর (Tushar Kapoor)।বলিউডে বেশ কিছু ছবিতে নিজের অভিনয় দিয়ে বেশ ‘গোলমাল’, ‘ক্যা কুল হে হাম’, ‘মুঝে কুচ কেহনা হে’ ইত্যাদি ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন তুষার কাপুর। প্রথম ছবি ‘মুঝে কুচ কেহনা হে’ তে দুর্দান্ত অভিনয়ের জেরে ফিল্মফেয়ার আবার পেয়েছিলেন অভিনেতা। তবে পরের দুবছর তার কিছু ছবি ফ্লপ হয়।

‘মুঝে কুচ কেহনা হে’ ছবিতে অভিনেত্রী কারিনা কাপুরের (Kareena Kapoor) সাথে অভিনয় করেছিলেন। এরপরেও কারিনার সাথে একত্রে কিছু ছবি করেছিলেন তুষার কাপুর। আর ছবিতে প্রেমিকের চরিত্র করতে করতেই আসল জীবনেও কারিনার প্রেমে পরে গিয়েছিলেন তুষার। এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে বিয়ে পর্যন্ত করতে চেয়েছিলেন কারিনা কাপুরকে।

কিন্তু এই প্রেম কাহিনী খুব বেশিদিন স্থায়ী হয়নি। কারণ ঋত্বিক রোশানের সাথে ‘জিনা সির্ফ তেরে লিয়ে’ ছবিতে কাজ করছিলেন কারিনা। ছবিতে কাজ করার সময় ঋত্বিক রোশানের সাথে কারিনার সম্পর্কের খবর আস্তে থাকে। অন্যদিকে প্রথম ছবি সুপার হিট হলেও পর পর দুটি ছবি ফ্লপ হয়েছিল। যার ফলে অভিনয়  জগতে ক্যারিয়ারের শুরুতেই মুখ থুম্বা পড়েন তুষার।

এক সাক্ষাৎকরে তুষারকে তার বিয়ে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তুষার বলেছিলেন আমার কারিনার মত একজনকে চাই জীবনসঙ্গী হিসাবে। তবে তুষারের কারিনাকে বিয়ে করা হয়নি, বর্তমানে কারিনা সাইফ আলী খানে পত্নী। তবে ৪৪ বছরের তুষার আজও অবিবাহিত রয়েছেন। যদিও তিনি সারোগেট পিতা।

প্রসঙ্গত, বর্তমানে তুষারকে ছবিতে অভিনয়ে সেভাবে দেখা যায়না। অভিনয়ের থেকে কিছুটা দূরে সরে এসেছেন তিনি। তবে সম্প্রতি রিলিজ হওয়া অক্ষয় কুমারের বিতর্কিত ছবি ‘লক্ষী’ এর সহ প্রযোজনা করেছেন তুষার। এর আগে অবশ্য ২০১৯ এ একটি  ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে তুষার কাপুরকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥