পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সম্পর্ক বোধহয় বন্ধুত্ব। বন্ধুত্বে কোনোও লুকোচুরি থাকেনা। কোনোও স্বার্থ থাকেনা। বন্ধুরা বন্ধুর জন্য সব পারে। সোশ্যাল মিডিয়ার দৌলতে রোজই কত ভিডিও ভাইরাল হয় নেট মহলে। একেকটা কান্ড দেখে যেমন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই একেকটা ঘটনা দেখে আবার তাজ্জব বনে যেতে হয়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে।
সম্প্রতি এমনই এক অসম বন্ধুত্বের ভিডিও মন কেড়েছে নেটিজেনদের। কুমিরকে আমরা শিকারী প্রাণী হিসেবেই জানি। সে হিংস্র, সে তেজী। কিন্তু এবার এক কুমিরের শান্ত রূপ ধরা পড়ল ক্যামেরায়। হিংস্র, ভয়ঙ্কর প্রাণী কুমির-ও যেন বন্ধুর কাছে এসে এক্কেবারে চুপ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জলের মধ্যে বিশ্রামরত ছিল এক বিশালাকার কুমির। এমনসময় তার কাছে এক কচ্ছপ ভাসতে ভাসতে এসে হাইফাইভ করে চলে যায়। যেখানে কুমির কচ্ছপ দেখলেই খাওয়ার জন্য উঠে পড়ে লাগে, সেখানে এ যেন সম্পূর্ণ অন্য ছবি। এই অদ্ভুত ভিডিও ইতিমধ্যেই প্রায় ৬০ লক্ষ ভিউ ছাড়িয়েছে ইউটিউবে।