• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘টুম্পা সোনা’ ব্যাপক হিট হওয়ার পর এবার তুমুল ভাইরাল ফিমেল ভার্সান ‘ঘন্টা সোনা’

Published on:

সদ্য ইউটিউবে (Youtube) রিলিজ হয়েছে অভিজিৎ সরকারের স্বাধীন ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’ (Rest in prem) এর একটি আইটেম সং টুম্পা (Tumpa)। সারা পুজোর প্যান্ডেল থেকে শুরু করে ভাসান অবধি দাপিয়ে বেড়িয়েছে এই গানই। আরজে সায়ন (Rj sayan) , স্ট্যান্ডআপ কমেডিয়ান দীপাংশু আচার্য্য (Dipangshu acharya) ছাড়াও এই গানের ‘টুম্পা’ হিসেবে ছিল সুমনা দাস। এখন সবার মুখে মুখে একটাই গান ‘টুম্পা সোনা’।আট থেকে আশি কেউই এই গান শুনে না নেচে নিজেকে সামলাতে পারে না।

‘টুম্পা’ বিপুল জনপ্রিয়তা কুড়ানোর পর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই গানের ফিমেল ভার্সান ‘ঘন্টা সোনা’। সুর একই থাকলেও ঘন্টা সোনার কথা ইতিমধ্যেই মনে ধরেছে মহিলা মহলের। গানের কথা খানিকটা এমন, ” পাঞ্জাবি পরিয়ে গলায় মালা দিয়ে, কালিঘাটে গিয়ে করেছিলাম বিয়ে। রাতে ফুলশয্যা হল, তারপর সকাল হল ঘুম থেকে উঠে দেখি বর পালালো জানলা দিয়ে……ও ঘন্টা সোনা”।

অর্থাৎ বউ পালানোর পর কোনোও পুরুষের লাইফে ‘টুম্পা’ যদি আসতে পারে, বর পালানোর পর কোনো মহিলার জীবনে ‘ঘন্টা’ এলে ঠিক যেমন হতে পারে তা নিয়েই তৈরী এই গান। টুম্পার জায়গায় ঘন্টাও ইতিমধ্যেই বেশ ভাইরাল নেটপাড়ায়। ইউটিউবে এই গানের ভিউ ছুঁয়েছে ২৫ হাজার, উঠে এসেছে রকমারি মন্তব্যও।

https://youtu.be/lyJmknbFC_I

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥