• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বঙ্গবাসীর জন্য খুশির খবর! হাম্পি দিতে ফিরছে ভাইরাল গানের টুম্পা সোনা

Published on:

Tumpa Sona Actress Sumona Das

গতবছর লকডাউনের সময় দেশ যখন ঘরবন্দি তখন একটা গান খানিক চাঙ্গা করে দিয়েছিল বঙ্গবাসীকে। হ্যাঁ ঠিকই ধরেছে ভাইরাল গান ‘টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা (tumpa sona) ‘ এর কোথায় বলছি। গতবছর দুর্গাপুজোর সময় রিলিজ হওয়া গানটি রাতারাতি ভাইরাল হয়ে পরে। ‘কনফিউসড পিকচারস (confused pictures)’ এর তৈরী ছোট্ট ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম (rest in prem)’ এর গান টুম্পা সোনা। ছোট থেকে বড় প্রতিটা প্যান্ডেলে একই গান শুনতে আর একই গানে পাড়ার লোকেদের নাচতে দেখা গিয়েছে।

টুম্পা গানের ক্রেজ এতটাই ছিল যে প্যান্ডেল থেকে শুরু করে অনুষ্ঠান ও বিয়ে বাড়িতে সর্বত্রই বেজেছে এই গান। এবছরের শুরুতে টলিপাড়ার একাধিক বিয়েতেও বেজেছে এই গান। শুধু তাই নয় বিয়ের বর কণে  থেকে শুরু করে একাধিক সেলেব্রিটিদের টুম্পা গানে কোমর দোলাতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

Tumpa Sona

ওয়েব সিরিজের প্রতিটা পার্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকত দর্শকেরা। এমনকি ‘রেস্ট ইন প্রেম’ এর সিজেন ২ কবে আসবে জানতে ব্যাপক আগ্রহী দর্শকেরা। ভুতুড়ে ওয়েব সিরিজ হলেও একত্রে ভয়, প্রেম, মজা আর ইমোশনের মিক্স দারুণ মনে ধরেছে দর্শকদের। তাই পরবর্তী সিজেনের জন্য অপেক্ষায়  আছেন কম বেশি সকলেই।

এবার বাংলার সমস্ত দর্শকদেরজন্য খুশির খবর মিলল, ফিরছে টুম্পা সোনা। ঠিকই ধরেছেন আসতে চলেছে ‘রেস্ট ইন প্রেম সিজেন ২’ যাতে দেখা মিলবে টুম্পা সোনা ২.০ এর। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই চিন্তা শুরু হয়ে গিয়েছে। পরিচালকের মতে এবছর অর্থাৎ ২০২১ সালে সিজেন ২ আসার সম্ভাবনা নেই তবে ২০২২ সালে এই ওয়েব সিরিজের সিজেন ২ আনার চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে।

Tumpa Sona Actress Sumona Das

প্রথম সিজেনের জনপ্রিয় টুম্পাও থাকবে নতুন সিজেনে। নতুন সিজেনেও একই থাকছে টুম্পা আর টুম্পার মানুষ প্রেমিক। টুম্পার ভূমিকায় থাকছেন অভিনেত্রী সুমনা দাস। অন্যদিকে আদিৰ ভূমিকায় থাকছেঃসায়ন ঘোষ। পরিচালকের মতে দর্শকরা যেমন রেস্ট ইন প্রেম সিজেন ১ পছন্দ করেছিলেন তেমনই সিজেন ২ টাও পছন্দ করবেন  নিশ্চই।তবে দ্বিতীয়বার টুম্পাকে দেখার  আগে একটু অপেক্ষা করতে হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥