• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোভিডের কাছে ধরাশায়ী ‘টুম্পা সোনা’, শুটিংয়ের মাঝে করোনা আক্রান্ত অভিনেত্রী

Published on:

Tumpa Sona Actress Sumona Das

‘টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা (Tumpa Sona)’ আট থেকে আশি সকলের মুখেই এখন টুম্পা সোনা । পাড়ার পুজোর ভাসান থেকে শুরু করে সেলিব্রিটি তারকাদের বিয়ে সর্বত্রই যেন টুম্পা আর টুম্পা। ভাইরাল এই গানে যে অভিনেত্রীকে দেখেছেন সেই অভিনেত্রীর আসল নাম হল সুমনা দাস (Sumona Das)। অবশ্য বর্তমানে সুমনা নামের থেকে বেশি লোকে ‘টুম্পা’ নাম চেনে তাকে। পশ্চিম মেদিনীপুর জেলার খাড়াগপুরের (Kharagpur) মেয়ে সুমনা ।

তবে মুশকিল হল ভাইরাল গানের খ্যাতির জেরে তাকে আর সুমনা বলে চেনেন কেউই বরং আখন টুম্পা নামেই একডাকে অভিনেত্রীকে চেনেন সক্কলে । খড়গপুর থেকেই স্কুলে পড়েছেন রয়েছে রয়েছে রবীন্দ্রভারতী থেকে মস্টার্স ডিগ্রী। পড়াশোনায় বেশ ভালোছিলেন অভিনেত্রী । শিক্ষকতার চাকরি পেয়েছিলেন । পড়াশোনার পাশাপাশি ভরতনাট্যম নাচেও বেশ পারদর্শী টুম্পা থুড়ি সুমনা । কিন্তু চাকরি পেয়েও অভিনয়কেই বেছে নেন সুমনা। তাই শিক্ষকতার চাকরি ছেড়ে টলিপাড়ায় হাজির হন অভিনেত্রী।

Tumpa Sona

এরপর থিয়েটার , সিরিয়াল থেকে সিনেমায় অভিনয়ের সাথে নানান ভাবে যুক্ত থেকেছেন সুমনা। ষ্টার জলসা চ্যানেলের জনপ্রিয় সিরিয়েল রাখি বন্ধনে পার্শ্ব চরিত্রে বেশ কিছুদিন অভিনয় করেছিলেন সুমনা। কিন্তু এরপরই হটাৎ অভিনেত্রীর মা অসুস্থ হয়ে পড়েন যার কারণে অভিনয় থেকে বিরতি নেন সুমনা। আর তারপরেই আসে টুম্পা চরিত্রে অভিনয়ের চান্স। আর ‘টুম্পা সোনা’ ভাইরাল হবার পর মা বাবার দেওয়া সুমনা নামটা প্রায় ভুলেই গিয়েছেন অভিনেত্রী।

Tumpa Sona actress Sumana Das

কিন্তু বেশ কিছুদিন পাত্তা পাওয়া যায়নি ‘টুম্পা সোনা’ অভিনেত্রী সুমনার। এমনিতে সোশ্যাল মিডিয়াতে কমবেশি সক্রিয় থাকেন অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের ছবি ভিডিও শেয়ার করেন। কিন্তু বিগত কিছুদিন সেভাবে খোঁজ পাওয়া যায়নি অভিনেত্রীর। আসলে নতুন একটি ছবিটি শুটিং নিয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী সুমনা।

বাংলাদেশের একটি ছবি ‘অগ্নিবীণা’ তে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। তাই সেই ছবিটি শুটিঙের জন্য ব্যস্ত ছিলেন অভিনেত্রী। কিন্তু এবার যে খবর পাওয়া যাচ্ছে তা শুনে হয়তো মন খারাপ হয়ে যাবে টুম্পা সোনার ভক্তগণের। কারণ শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন টুম্পা থুড়ি সুমনা দাস। প্রথমে পেটখারাপ ও গায়ে ব্যাথা থাকলেও পরে স্বাদ-গন্ধহীন হয়ে পড়েন অভিনেত্রী। এরপরেই করোনা টেস্ট করানো হয়। রিপোর্টে করোনা পসিটিভ অভিনেত্রী।

Tumpa Sona Actress Sumona Das

আপাতত অভিনেত্রী করোনা আক্রান্ত হওয়ায় শুটিং সম্পূর্ণ রূপে বন্ধ রপয়েছে। নিজেকে আইসোলেট করেছেন অভিনেত্রী। সাথে ডাক্তারের পরামর্শ আর বিশ্রাম চলছে। আশা করা যায় শীঘ্রই সুস্থ হয়ে ফের শুটিংয়ে ফিরবেন আমাদের সকলের প্রিয় টুম্পা সোনা অভিনেত্রী সুমনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥