• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগেই দূর হবে অর্থকষ্ট, রাতারাতি হবে লক্ষীলাভ! নিষ্ঠা ভরে মেনে চলুন এই টোটকা

Updated on:

Tulsi plant Vastu direction and tips for financial crisis

হিন্দু ধর্মে তুলসী গাছের (Tulsi Plant) যে বিশেষ গুরুত্ব রয়েছে সেকথা অনেকেই জানেন। সেই জন্য প্রায় প্রত্যেকটি হিন্দু বাড়িতে গেলেই তুলসী মঞ্চ অথবা তুলসী গাছ (Holy Basil) দেখতে পাওয়া যায়। মনে করা হয়, প্রত্যেকদিন যদি তুলসী গাছে জল দেওয়া হয় এবং তার পুজো দেওয়া হয় তাহলে স্বয়ং মা লক্ষ্মী আশীর্বাদ দেন।

এছাড়া বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রেও (Astrology) তুলসী গাছের মাহাত্ম্যের কথা উল্লেখ করা হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তুলসী গাছ বাড়িতে থাকলে ঘরে ইতিবাচক শক্তির আগমন হয়। এছাড়া প্রত্যহ তুলসীর পুজো করলে সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। পাশাপাশি ভগবান বিষ্ণুর আশীর্বাদও লাভ হয়। তবে আপনি কি জানেন, শুধু তুলসী নয়, তুলসীর জলেরও একাধিক উপকারিতা রয়েছে। আজকের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল।

Tulsi Plant, Tulsi Plant Vastu direction

সংসারের অর্থাভাব দূর করে- সংসারের আর্থিক সংকট দূর করতে হলে একটি পেতল অথবা তামার বাটিতে কয়েকটি তুলসী পাতা ভিজিয়ে রাখুন। এরপর সেই পাত্র সারারাত ঢাকা দিয়ে রাখুন। পরের দিক সকালে উঠে স্নান করে তুলসী পাতা ভেজানো এই জল ঘরের প্রত্যেক কোণায় ছিটিয়ে দিন। এমন করলে সংসারে যেমন ইতিবাচক শক্তির আগমন হবে। তেমনই দূর হবে আর্থিক সমস্যা।

Vishnu Dev, Tulsi Plant, Tulsi Plant Vastu direction

ভগবান বিষ্ণুর সন্তুষ্টি- একাদশীর আগের দিন তুলসী গাছ থেকে কয়েকটা পাতা তুলে আনুন। এরপর সেই তুলসী পাতা ভেজানো জল দিয়ে গোপাল কিংবা নারায়ণকে স্নান করান। এই নিয়ম মেনে চললে স্বয়ং ভগবান বিষ্ণু সন্তুষ্ট হবেন।

Money, Tulsi plant Vastu direction

ব্যবসার উন্নতি- ব্যবসায় লাভ-ক্ষতি লেগেই থাকে। কিন্তু আপনি যদি বারবার ব্যবসায় মন্দার সম্মুখীন হন তাহলে সেই সমস্যা থেকে মুক্তি পেতেও কাজে আসে তুলসীর জল। ব্যবসায় উন্নতির জন্য একটি পাত্রে কয়েকটি তুলসী পাতা ২-৩ দিন মতো ভিজিয়ে রাখুন। এরপর সকালে উঠে স্নান করে সেই তুলসী ভেজানো জল নিজের গায়ে ছেটান। এছাড়া আপনার যে দোকান, কারখানা অথবা অফিস আছে সেখানেও ছিটিয়ে দিন। আপনার ব্যবসার উন্নতির পথে যা বাধা রয়েছে সব দেখবেন কেটে যাবে।

Tulsi Plant, Tulsi Plant Vastu direction

শারীরিক অসুস্থতা থেকে মুক্তি- পরিবারের কোনও সদস্য যদি দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগেন, তাহলে তারপর একটু তুলসীর জল ছিটিয়ে দিন। এক সপ্তাহ ধরে রোজ সকাল এবং সন্ধ্যাবেলা এই নিয়ম মেনে চলুন। কথিত আছে, এমনটা করলে শরীরে থাকা ব্যাধিগুলির প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে এবং সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥