• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর কড়া ওষুধ নয়। ঘরোয়া উপায়ে দূর করুন হাঁটু ব্যাথা

Published on:

Knee Paid home remedy হাঁটু ব্যাথা ঘরোয়া সমাধান

মাঝবয়সী থেকে বয়স্ক আজকাল হাঁটু ব্যাথা (Knee Pain) খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। হাঁটুর ব্যাথা সবাইকে করেছে কাবু। হাঁটুর ব্যথার উপশম করতে অব্যর্থ কিছু ঘরোয়া উপায় জেনে নিন। এই টিপস গুলি জেনে নিয়ে, ব্যাথায় প্রয়োগ করে পেতে পারেন চমৎকার উপশম। তাহলে জেনে নেওয়া যাক, কী সেসব ঘরোয়া উপায়।

Knee Paid home remedy হাঁটু ব্যাথা ঘরোয়া সমাধান

যাঁদের হাঁটু ব্যথা আছে, তাঁরা কঠিন ব্যায়াম করবেন না। বরং ধীরে-সুস্থে এক জায়গায় ঘুরতে ঘুরুন, চলাফেরা করুন এটা অনেক বেশি উপকারী।

Knee Paid home remedy হাঁটু ব্যাথা ঘরোয়া সমাধান

টানা দু থেকে তিন মাস দিনে একবার  দুধের সঙ্গে  বাদাম,  সামান্য হলুদের গুঁড়ো ও আখরোটের গুঁড়ো ভালভাবে ফোটাতে হবে, ঘন হয়ে এলে তারপর সেই মিশ্রণ পান করতে হবে নিয়ম করে। এই দুধ খেয়ে যেতে হবে টানা।

Knee Paid home remedy হাঁটু ব্যাথা ঘরোয়া সমাধান

দিনে দু’-তিনবার ৪-৬ চামচ তেল গরম করে ব্যথার জায়গায় হালকা হাতে ১৫-২০ মিনিট ম্যাসাজ করুন। রোজ নিয়ম করে মাসাজ করতে হবে।

Knee Paid home remedy হাঁটু ব্যাথা ঘরোয়া সমাধান

দিনে তিন -চার বার গরম জলের মধ্যে সামান্য পরিমান নুন মিশিয়ে ৫-১০ মিনিট দুটি পা হাঁটু অবধি ডুবিয়ে রাখুন। গরম জলের ব্যাগও সরাসরি হাঁটুতে দিয়ে সেঁক করতে পারেন। এতে ব্যথায় বেশ ভালো উপশম হয়।

Knee Paid home remedy হাঁটু ব্যাথা ঘরোয়া সমাধান

রোজ চায়ের সঙ্গে আদা মিশিয়ে খান। এছাড়া দুধের সাথে ২ চামচ হলুদ মিশিয়ে খেলেও ব্যাথায় বেশ কার্যকর প্রভাব দেয়।

Knee Paid home remedy হাঁটু ব্যাথা ঘরোয়া সমাধান

তিন-চার টুকরো বরফ টাওয়েলে জড়িয়ে আইস প্যাক এর মতন করে ঠিক যে জায়গায় ব্যথা হচ্ছে, সেখানে ১৫ মিনিট চেপে ধরে রাখুন।দেখবেন ধীরে ধীরে ব্যাথা কমে যাচ্ছে।

Knee Paid home remedy হাঁটু ব্যাথা ঘরোয়া সমাধান

এ রোগে বেশি ভোগেন সাধারণত বয়স্করাই। তবে, সবসময় কড়া ওষুধ ব্যবহার নয়, হাঁটু ব্যথা থেকে ঘরোয়া উপায়েও মুক্তি পেতে পারেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥