• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুবাইয়ে থাকে সালমান খানের বৌ, বাচ্চা! গুজব নাকি সত্যি? জানালেন ভাইজান নিজেই

Published on:

সালমান খান Salman Khan

আজ অর্থাৎ ঈদের দিনেই দর্শকদের জন্য  টক শো ‘পিঞ্চ’ (Pinch) সিজন ২ নিয়ে হাজির হয়েছেন  আরবাজ খান( Arbaz Khan) । আর দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডেই  তাঁর শোয়ে অতিথি ছিলেন ‘বড়ে ভাইয়া’ সালমন খান (Salman Khan)। বলা হয় এখন যুগটাই সোশ্যাল মিডিয়ার। আর এই সোশ্যাল মিডিয়াতেই তারকাদের ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় দক্ষতা ইত্যাদি নানা বিষয়ে দিনরাত চলতে থাকে কাঁটাছেড়া। আর আরবাজ খানের টক শো-এর প্রধান ইউ এস পি হল সোশ্যাল মিডিয়ায়   অনুরাগীদের করা সেই সব মন্তব্য । এইসব মন্তব্যই তিনি একে একে পড়ে শোনান তাঁর অতিথি সেলিব্রেটিদের। এরপর তারকারাও একে একে দিয়ে  সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া ।

এদিন সলমন খানের সামনে এমনই এক নেটিজেনের মন্তব্য তুলে ধরেন আরবাজ। সেই নেটিজেন লিখেছেন, ‘সলমন খানের দুবাইয়ে বাংলো আছে। নূর নামে স্ত্রী এবং ১৭ বছরের কন্যা সন্তান রয়েছে ভাইজানের।‘ এই ট্যুইটের জবাবে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজার ছলেই উত্তর দিয়েছেন সলমন । তিনি বলেছেন, ‘এঁরা সবাই সব জানে।এগুলো অযৌক্তিক কথা। এঁরা কাদের কথা বলছে আমার জানা নেই। ওরা মনে করছে, আমি এই ট্যুইটের জবাব দিয়ে বলব না আমার কোনও স্ত্রী নেই। আমি ভারতে, বাবার সঙ্গে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকি। এটা সারা ভারত জানে।‘

Salman Khan সালমান খান

একজন তো আবার সলমান খানের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে দিলেন। তবে ট্রলারের সেই অভিযোগ ধোপে টেকেনি। এদিন আরবাজ  পড়ে শোনান সোশ্যাল মিডিয়ায়  সলমনের এক ট্রোলার দাবি করেছেন, ‘ভাইজান’ সাধারণ মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে আজকে এত প্রতিষ্ঠিত হয়েছেন। তাই এখন যেন উনি সেই অর্থ সাধারণ মানুষের কাছে ফের ফেরৎ দেন। এহেন কটাক্ষের জবাবে ‘টাইগার’-এর মতো সলমানের জবাব,’ নাহ! মানুষের টাকা পয়সা তো চুরি করিনি। হয়ত তাঁদের হৃদয়টা চুরি করেছি।’

Salman Khan সালমান খান

আরও একজন ট্রোলারের অভিযোগ, সলমনের অভিনয় বড্ড অতিরঞ্জিত। সেই অভিনয় জুড়েই শুধুই নিজের গুণগান গাওয়া ছাড়া আর কিস্যু করতে পারেন না তিনি। এমন সমালোচনার মুখে পড়েও ঠান্ডা মাথায় ‘দাবাং খান’-এর স্পষ্ট জবাব , ‘তাহলে আপনিও করুন না এমন অভিনয়। কে আটকাচ্ছে। তবে মনে রাখবেন সবার সামনে অভিনয়ের মাধ্যমে নিজের গুণ গাওয়ার জন্যও না বিরাট সাহসের প্রয়োজন।’

উল্লেখ্য সোশ্যাল মিডিয়া নিয়ে বরাবর মাথা ঘামাতে পছন্দ করেন না ভাইজান। খুব বেশী অ্যাকটিভ থাকেন যেমনটা নয়। এপ্রসঙ্গে ভাইজান জানিয়েছেন একবার সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করার পর তিনি আর ফিরেও দেখেন না সেই পোস্টে কত লাইক কিংবা কমেন্ট পড়ল। ক’বার শেয়ার হলো তাঁর সেই পোস্ট তাতেও তাঁর কিছু যায় আসে না।প্রসঙ্গত, ‘পিঞ্চ’ এর দ্বিতীয় সিজনে সলমন ছাড়াও আরবাজের মুখোমুখি অতিথি হিসাবে দেখা যাবে টাইগার শ্রফ, ফারহান আখতার, ফারহা খান, অনন্যা পাণ্ডে, রাজকুমার রাও, কিয়ারা আডবানি প্রমুখ সেলিব্রেটিদেরও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥