• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পেঁপে দিয়ে চেপেই বাজিমাত খুকুমণির, কোথায় প্রিয় মিঠাইরানি, রইল সম্পূর্ণ TRP তালিকা

বাংলার বিনোদনের (Bengali Entertainment) জগতে বাড়িতে বাড়িতে একটা নাম খুবই কমন সেটা হল মিঠাইরানি। আসলে মিঠাই সিরিয়াল (Mithai Serial) এতটাই পছন্দ করেছে দর্শকেরা যে আলাদা করে কিছুই বলার নেই। তবে আরও অনেক নতুন সিরিয়াল শুরু হয়েছে মিঠাইকে টেক্কা দেবার জন্য। যদিও তাতে খুব একটা লাভ হয়নি, কারণ সমস্ত রেকর্ড ব্রেক করে মিঠাই নিজের সেরা জায়গাটা কিন্তু ধরেই রেখেছে।

সম্প্রতি প্রকাশিত হল এসপ্তাহের টিআরপি রিপোর্ট। যেটার জন্য প্রতি বৃহস্পতিবার অপেক্ষায় থাকেন দর্শকেরা। সাধারণত প্রথম স্থানে মিঠাই থাকবে এটাই ভেবে রাখে মিঠাই ফ্যানেরা। আর হলও তাই এই নিয়ে ৩৫ সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম মিঠাই। একপ্রকার নতুন রেকর্ড তৈরী করে চলেছে মিঠাই সিরিয়াল প্রতি সপ্তাহেই। এবারের লিস্টে ১১.১ পয়েন্ট পেয়েছে মিঠাই।

   

বাংলা সিরিয়াল,টিআরপি রিপোর্ট,টিআরপি লিস্ট,খুকুমণি হোম ডেলিভারি,মিঠাই,খড়কুটো,ধূলোকণা,উমা,Bengali Serial,TRP List,Serial TRP,Mithai,Khukumoni Home Delivery,Uma,Khorkuto

অন্যদিকে নতুন সিরিয়ালগুলিও কম যাচ্ছে না কোনো অংশে। একসময় প্রথম তিন প্রায় স্থির থাকত কিন্তু এখন সে সময় নেই। গতসপ্তাহে দ্বিতীয়স্থান দখল করেছিল উমা। কিন্তু এবারে উমার জনপ্রিয়তাকেও ছাপিয়ে গেছে খুকুমণি হোম ডেলিভারি। পেঁপে দিয়ে চেপে রান্না করেই দর্শকদের মন জিতে টিআরপি লিস্টে ৮.৯ পয়েন্টে দ্বিতীয় খুকুমণি। আর উমা ও অপরাজিতা অপু দুজনেই ৮.৬ পয়েন্টে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে। চলুন এবার এক ঝলকে দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।

মিঠাই – ১১.১ (প্রথম)

খুকুমণি হোম ডেলিভারি – ৮.৯  (দ্বিতীয়)

অপরাজিতা অপু, উমা – ৮.৬ (তৃতীয়)

যমুনা ঢাকি, সর্বজয়া -৮.৫

ধুলোকণা – ৭.৪

খেলাঘর – ৭.৩

শ্রীময়ী – ৭.১

মন ফাগুন – ৭.০

খড়কুটো – ৬.৯

করুণাময়ী রাণী রাসমণি,এই পথ যদি না শেষ হয়, গঙ্গারাম, বরণ – ৬.৭

প্রসঙ্গত, একসময় জনপ্রিয়তার শীর্যে থাকলেও ষ্টার জলসার খড়কুটো সিরিয়ালের জনপ্রিয়তা দিন দিন কমছে বলে মনে হচ্ছে টিআরপি তালিকা দেখে। একসময় প্রথম পাঁচে থাকলেও বর্তমানে কখনো দশম তো কখন নবম স্থানে জায়গা হচ্ছে খড়কুটোর। অন্যদিকে ধূলোকণা সিরিয়ালের জনপ্রিয়তা খড়কুটোকে ছাপিয়ে গিয়েছে সেটা টিআরপি তালিকা দেখলেই বুঝতে পারা যাচ্ছে।

সিরিয়াল বাদে যদি আসা হয় রিয়্যালিটি শো এর দিকে তাহলে নো ডাউট দাদাগিরি এসপ্তাহেও ছক্কা মেরেছে। টিআরপি তালিকায় ৬.৫ পেয়েছে দাদাগিরি। সেখানে ডান্স বাংলা ডান্স ও সুপার সিঙ্গার ৩ পেয়েছে যথাক্রমে ৫.৪ পয়েন্ট ও ৩.৯ পয়েন্ট।