• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিআরপি দৌড়ে প্রথম স্থানে ‘খড়কুটো’, এক লাফে দ্বিতীয় স্থান দখল করল ‘মিঠাই’, রইল তালিকা

বিকেলের আকাশে সূর্যিমামা ডোবার পর থেকেই বাঙালির বাড়িতে বাড়িতে চালু হয় বোকাবাক্স। আর এই বোকাবাক্স অর্থাৎ টেলিভিশনে সন্ধ্যা হলেই শুরু হয় নানান সিরিয়াল (Serial)। এই সিরিয়াল দেখায় যেন সংসারের হাজার কাজের ফাঁকে একটু নিজের জন্য অবকাশ সাথে বিনোদন। যদিও সিরিয়াল আর শুধু বিনোদনে নেই রোজকার জীবনের অঙ্গে পরিণত হয়েছে। তাই তো একেবারে নেশার মত সময় হলেই রিমোট হাতে নিয়ে সোজা টিভির পর্দার সামনে হাজির হয়ে পড়েন বাড়ির মেয়েরা।

টিভিতে নানা চ্যানেলে নানান ধরণের ভিন্ন গল্পের সিরিয়াল দেখতে পাওয়া যায়। কিছু সিরিয়ালের গল্পের চাহিদা বাকি সব সিরিয়ালের থেকে বেশি হয়, যেটা হল সেই সিরিয়ালের সাফল্যের মাপকাঠি। এই মাপকাঠির পরিমাপ হল টিআরপি (TRP)। টিআরপি দিয়েই নিরিধারিত হয় সিরিয়ালগুলোর ভাগ্য। টিআরপির মাপকাঠিতে কে কত বেশি পয়েন্ট পেল তাই নিয়েই লেগে থাকে লড়াই। প্রতি সপ্তাহের শেষে বের হয় এই রিপোর্ট কার্ড। আর এবার এসপ্তাহের রিপোর্ট কার্ড প্রকাশিত হল।

   

 

গত সপ্তাহের মত এসপ্তাহেও প্রথম স্থান ধরে রাখল খড়কুটো (Khorkuto)। ৯.৯ পয়েন্ট পেয়ে একেবারে প্রথম স্থানে আছে গুনগুন সৌজন্যের খড়কুটো। এদিকে গত সপ্তাহে পঞ্চম স্থানে থাকলেও বাকিদের টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে এসে হাজির হয়েছে মিঠাই। ৯.৫ পয়েন্ট পেয়েছে মিঠাই সিরিয়াল। প্রসঙ্গত শুরু থেকেই প্রথম পাঁচে বাকি সিরিয়ালদের বেশ টেক্কা দিচ্ছে মিঠাই। আর এবার তৃতীয় স্থানে রয়েছে শ্যামা ও নিখিলের কৃষ্ণকলি সিরিয়াল, ৮.৯ পয়েন্ট পেয়েছে এই সিরিয়ালটি।

চলুন এবার এক জনরে দেখে নেওয়া যাক বাকি সিরিয়ালগুলির টিআরপি রেটিং :

করুণাময়ী রাণী রাসমণি – ৮.৫
শ্রীময়ী – ৮.৪
দেশের মাটি – ৮.২
যমুনা ঢাকি, খেলাঘর – ৫.০
অপরাজিতা অপু – ৭.৭
মহাপীঠ তারাপীঠ, মোহর – ৭.৪
গঙ্গারাম – ৬.৯

এই ছিল এই সপ্তাহের শীর্য স্থানে থাকা ১০ টি সিরিয়াল। এগুলি ছাড়াও আরো কিছু সিরিয়াল রয়েছে আসুন এবার তাদের  পয়েন্ট দেখে নেওয়া যাক।

সাঁঝের বাতি-৬.৩
তিতলি-৫.২
কি করে বলবো তোমায়, রিমলি-৪.৭
আলো ছায়া-৪.৬
প্রথমা কাদম্বিনী -১.৯