বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের জন্য সপ্তাহের একটা দিন বেশ টান টান উত্তেজনার দিন। কারণ প্রতিসপ্তাহের বৃহস্পতিবার সিরিয়ালের জনপ্রিয়তার প্রমাণপত্র হাতে মেলে। বিগত বেশ কয়েকমাস ধরে একনাগাড়ে প্রথমস্থানে রয়েছে মিঠাই সিরিয়াল। অনেক সিরিয়াল এল গেল কিন্তু মিঠাইকে টেক্কা দিতে পারেনি কেউই। তবে এবারের TRP তালিকা প্রকাশ পেতেই চোখ কপালে নেটিজেনদের। রীতিমত ভোল পাল্টে গিয়েছে টিআরপি তালিকার।
বিগত কিছুদিন একেরপর এক নতুন সিরিয়াল চালু হয়েছে। TRP লড়াইয়ে এক ইঞ্চিও ছাড়তে রাজি নয় কেউ! তবে মিঠাই কিন্তু বরাবরই নিজের জায়গা ধরে রেখেছে। প্রতিবারেই প্রথম স্থানে রয়েছে সে। এবারেও অবশ্য নিজের জনপ্রিয়তার প্রমাণ দেখিয়ে দিয়েছে মিঠাই। ১১.৩ পয়েন্টে সেরার সেরা জি বাংলার মিঠাই। কিন্তু সর্বজয়ার পাশাপাশি এবার হাজির হয়েছে আরও এক প্রতিদ্বন্দ্বী।
সম্প্রতি শুরু হয়েছে নতুন সিরিয়াল উমা। আর শুরুর সপ্তাহেই একেবারে বাজিমাত করে দেখিয়েছে ‘উমা’। কৃষ্ণকলি সিরিয়ালের নীলকেই অন্য চরিত্রে দেখা যাচ্ছে এই গল্পে। আর শুরুর সপ্তাহেই বাকিদের টেক্কা দিয়ে সোজা তৃতীয় স্থানে উঠে এসেছে উমা। তবে সুখবর হল নিজের হারানো গৌরব ফিরে পেয়েছে অপরাজিতা অপু। এসপ্তাহের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অপরাজিতা অপু সিরিয়াল। আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।
মিঠাই – ১১.৩ প্রথম
অপরাজিতা অপু – ৮.৯ দ্বিতীয়
উমা – ৮.৭ তৃতীয়
যমুনা ঢাকি – ৮.৩
রানি রাসমণি – ৮.২
সর্বজয়া, ধুলোকণা, খড়কুটো – ৭.৭
মন ফাগুন – ৭.০
কড়িখেলা – ৬.৮
এই পথ যদি না শেষ হয়, শ্রীময়ী – ৬.৫
কৃষ্ণকলি – ৬.১