প্রথম দিনে মন জয় করা আর প্রতিদিন মন জয় করার মধ্যে পার্থক্য আছে। প্রতিদিন দর্শকদের মন জয় করতে এলেম লাগে! আর সেটা বেশ ভালোই আছে আমাদের সকলের প্রিয় মিঠাইরানীর। সেই শুরু থেকেই দর্শকদের মনে যে জায়গা করেছে। তারপর থেকে তাকে হারানো এক কথায় অসম্ভব। সিরিয়ালের জনপ্রিয়তার দৌড়ে একেবারে অপ্রতিরোধ্য মিঠাই (mithai) সিরিয়াল। মাসের পর মাস প্রকাশিত টিআরপি তালিকায় (TRP list)এমনটাই প্রমাণ হয়েছে বারবার।
তবে জনপ্রিয় সিরিয়ালের প্রতিদ্বন্ধিতায় খড়কুটো, অপরাজিতা অপু থেকে শুরু করে রানী রাসমণি একাধিক সিরিয়াল রয়েছে। কার জনপ্রিয়তা কতটা বাড়ল বা কমল সেটা প্রতি সপ্তাহে TRP তালিকার মাধ্যমে প্রকাশিত হয়। এবার প্রকাশিত হল এসপ্তাহের টিআরপি তালিকা। তবে তালিকায় খুব একটা চমকে দেবার মত কিছু নেই, কারণ যথারীতি এবারেও প্রথমস্থানে রয়েছে মিঠাই।
এবারের টিআরপি তালিকায় ১০.৫ পয়েন্ট নিয়ে একেবারে প্রথমস্থানে রয়েছে মিঠাই সিরিয়াল। এরপর বিগত বেশি কিছু সপ্তাহের মত দ্বিতীয়স্থানে রয়েছে অপরাজিতা অপু সিরিয়ালটি। সিরিয়ালের প্রাপ্ত পয়েন্ট ৯। কিন্তু গতসপ্তাহে তৃতীয় স্থানে থাকলেও এবারে স্থান বদলেছেন খড়কুটোর। সপ্তাহে ৭.৫ পয়েন্টে তৃতীয় স্থানে উঠে এসেছে যমুনা ঢাকি। আসুন এবার বাকিদের অবস্থান দেখে নেওয়া যাক।
- কৃষ্ণকলি- ৭.৪
- খড়কুটো- ৭.৩
- রানি রাসমণি-
- শ্রীময়ী- ৬.৭
- মঠাপীঠ তাপরাপীঠ- ৬.৭
- গঙ্গারাম- ৬.৪
- বরণ- ৫.৯
- জীবন সাথী- ৫.৭
অবশ্য সিরিয়াল ছাড়াও রিয়ালিটি শোএর মধ্যেও প্রতিযোগিতা লেগে থাকে। আর এসপ্তাহে জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্সের জনপ্রিয়তা টপকে গিয়েছে ডান্স ডান্স জুনিয়ারের জনপ্রিয়তা।