বাংলা সিরিয়ালের প্রতি দর্শকদের টান আলাদাই থাকে। আর বিশেষত সন্ধ্যে হলেই মিঠাই সিরিয়াল (Mithai Serial) দেখা চাই! কিন্তু ইদানিং অনেকেই অভিযোগ করছেন মিঠাই সিরিয়াল নাকি আর আগের মত নেই। দিনে দিনে মান খারাপ হয়ে যাচ্ছে সিরিয়ালের। তবে জনপ্রিয়তার দিক থেকে গতবছর থেকেই TRP list এ সেরার শিরোপা ছিনিয়ে নিয়ে এসেছে মিঠাই। তবে বিগত কয়েক সপ্তাহ নতুন সিরিয়ালের কোমর কষেছে মিঠাইকে টেক্কা দেবার জন্য।
প্রতি সপ্তাহে জনপ্রিয়তার নিরিখে কোন সিরিয়াল কতটা জনপ্রিয় হল সেই তালিকা বের হয়। সম্প্রতি সেই তালিকা প্রকাশ্যে এসেছে। আর একপ্রকার বুকে হাত রেখেই অপেক্ষায় ছিলেন দর্শকেরা। এবারের তালিকায় কি হতে চলেছে! মিঠাইকে টেক্কা দেবার জন্য ইতিমধ্যেই ষ্টার জলসা একাধিক সিরিয়াল শুরু করেছে। আর নতুন সিরিয়ালগুলি শুরু থেকেই বেশ জনপ্রিয়তাও পেয়েছে।
সাধারণত বৃহস্পতিবার বেরোয় টিআরপি তালিকা। তবে গতকাল ছুটির দিন হওয়ায়, আজ প্রকাশিত হয়েছে তালিকা। এবার টিআরপি লিস্ট প্রকাশ্যে আসতে কিছুটা স্বস্থির নিঃশ্বাস ফেলল মিঠাই ফ্যানেরা। এবারেও দ্বিতীয় প্রতিযোগীকে ১ পয়েন্টে পেছনে ফেলে প্রথম স্থানে মিঠাই। এসপ্তাহের তালিকায় ১০.৫ পয়েন্ট পেয়েছে মিঠাই সিরিয়াল।
মিঠাইয়ের থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে রয়েছে ঋষি-পিহুর জুটি। এবারের তালিকায় ৯.৫ পয়েন্ট পেয়েছে মন ফাগুন। অবশ্য এক পিহু নয়, সাথে গাঁটছড়া সিরিয়ালও ৯.৫ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে। আর শুরুতেই বাজিমাত করে তৃতীয় স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’, পেয়েছে ৯.২ পয়েন্ট। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।
মিঠাই – ১০.৫ (প্রথম)
মন ফাগুন, গাঁটছড়া – ৯.৫ (দ্বিতীয়)
আলতা ফড়িং – ৯.২ (তৃতীয়)
খুকুমণি হোম ডেলিভারি – ৯.১
উমা – ৮.৯
আয় তবে সহচরী – ৮.৬
ধুলোকণা – ৮.২
পিলু – ৭.৮
যমুনা ঢাকি – ৭.৫
অপরাজিতা অপু, সর্বজয়া – ৭.৩
প্রসঙ্গত, একসময়ের জনপ্রিয় সিরিয়াল খড়কুটো কয়েক সপ্তাহ আগে সেরা দশের তালিকা থেকে বেরিয়ে গিয়েছে। তাঁর পর থেকে আর দেখা মেলেনি তাঁর সেরা দশে। এবারেও দশম স্থানে রয়েছে অপরাজিতা অপু, সর্বজয়া সিরিয়াল। একসময় প্রথম পাঁচে থাকত এই সিরিয়ালগুলি। সেখানে আজ নতুন সিরিয়ালের জনপ্রিয়তার জেরে দশম স্থানে ঠাঁই হয়েছে সিরিয়ালগুলির।