বাঙালিদের বিনোদনের ডেলি ডোজ মানেই সিরিয়াল (Serial)। সন্ধ্যে নামলেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে যায় সিরিয়াল পর্ব। আর সকলের প্রিয় সিরিয়াল বলতে গেলে সবার আগেই আসে ‘মিঠাই (Mithai)’ সিরিয়ালের নাম। মিলেছে বিগত কয়েক মাসের টিআরপি লিস্ট দেখেই। প্রতিবারেই সবাইকে টেক্কা দিয়েছে সে, আর এবার প্রকাশ্যে এল এসপ্তাহের টিআরপি তালিকা (TRP List)। যেখানে প্রতিবারের মত এবারেও বাজিমাত করেছে আমাদের মিঠাই।
একটানা ৩৭ সপ্তাহ ধরে জনপ্রিয়তার সিরিজেই রয়েছে সকলের প্রিয় মিঠাইরানি। আজ অর্থাৎ বৃহস্পতিবার টিআরপি লিস্ট প্রকাশ্যে আসতেই আবারও প্রথমস্থানে দেখা গেল মিঠাইয়ের নাম। এবারের তালিকায় ১১.২ পয়েন্ট পেয়ে সবাইকে টেক্কা দিয়েছে মিঠাই। এমনকি নিকট প্রতিদ্বন্দ্বী যমুনাকেও হারিয়েছে গোটা ২ পয়েন্টে। যমুনা ঢাকি এবারের তালিকায় ৯.৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে।
অন্যদিকে তৃতীয় স্থান নিয়ে চলছে জোর দড়ি টানাটানি। উমা আর খুকুমণি হোম ডেলিভারি দুজনেই ৯.৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করেছে। অপেক্ষাকৃত নতুন হলেও এই দুই সিরিয়ালই দর্শকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে অল্প কিছুদিনের মধ্যেই। তাই পুরোনো সিরিয়ালদের সরিয়ে উঠে এসেছে প্রথম তিনি। চলুন এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।
মিঠাই – ১১.২ (প্রথম)
যমুনা ঢাকি – ৯.৯ (দ্বিতীয়)
উমা – ৯.৩ (তৃতীয়)
খুকুমণি হোম ডেলিভারি – ৯.৩ (তৃতীয়)
অপরাজিতা অপু – ৮.১
সর্বজয়া – ৭.৯
মন ফাগুন – ৭.৮
খেলাঘর – ৭.৩
আয় তবে সহচরী -৭.২
ধুলোকণা -৭.১
গঙ্গারাম -৬.৮
প্রসঙ্গত, একসময় ষ্টার জলসার খড়কুটো সিরিয়াল বেশ জনপ্রিয় হয়েছিল। গুনগুন আর সৌজন্যের কেমিস্ট্রি বেশ মনে ধরেছিল সকলের। তবে একসময় গল্পে নতুন নতুন মোড় আসতে শুরু করে আর সাথে সাথে কমতে থাকে জনপ্রিয়তা। গতসপ্তাহেও সেরা ১০ সিরিয়ালে জায়গা করতে পারেনি খড়কুটো। একই হাল এসপ্তাহেও, এবারেও সেরা ১০ সিরিয়ালের মধ্যে নেই খড়কুটোর নাম।
তবে সিরিয়ালের জনপ্রিয়তা ফেরানোর চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি দেখানোর পর গুনগুন সৌজন্যের হালকা রোমান্স দেখানো হয়েছে। এমনকি ছোট্ট গুনগুন আসার কথাও উঠেছে সিরিয়ালে। অর্থাৎ হয়তো এবার গুনাগুনের মা হওয়া দেখানো হতে পারে। কিন্তু তাতে কি আদৌ হারানো গৌরব ফিরে পাবে খড়কুটো? এখন সেটাই দেখার বিষয়।