• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জ্বলন্ত মেশিনগান থেকে সিগারেট জ্বালালেন ইয়াশ! KGF Chapter-2 এর টিজার দেখে নেটপাড়ায় ট্রোলের বন্যা

কেজিএফ চ্যাপ্টার ২ KGF Chapter2 Yash

‘কেজিএফ : চ্যাপ্টার ১’ দেখার পর থেকে গোটা ভারতের প্রশ্ন ছিল একটাই, কেজিএফের (KGF Chapter-2) আগামী পর্ব কবে মুক্তি পাবে? অবশেষে দর্শকদের সব প্রশ্নের জবাব দিলেন দক্ষিণী সুপারস্টার ইয়াশ (Yash)। গত শুক্রবার ইয়াশের জন্মদিনেই মুক্তি পেল KGF Chapter-2 -র ট্রেলার। ইয়াশের পাশাপাশি রাভিনা ট্যান্ডন (Raveena Tandon) ও সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-এর উপস্থিতি দর্শকদের আরও আকর্ষিত করেছে। প্রসান্থ নীল (Prasanth Neel) -এর পরিচালনায় ও হম্বল ফিল্মস (Hombale Films) -এর প্রযোজনায় যে কেজিএফের দ্বিতীয় পর্বও বক্সঅফিস কাঁপাতে চলেছে, তার আঁচ এখন থেকেই পাচ্ছেন বলিবোদ্ধারা।

কেজিএফ চ্যাপ্টার ২ KGF Chapter2 যশ Yash

সিনেমাটোগ্রাফির দিক থেকে যেকোনো বলিউডি ছবির ট্রেলারকেই যে দশ গোল দেবে ‘কেজিএফ : চ্যাপ্টার ২’, তা বলাই বাহুল্য। মাত্র ২ মিনিটের ট্রেলারে ইতিমধ্যেই কাঁপছে সোশ্যাল মিডিয়া। আগের থেকেও যে অনেক বৃহৎ আকারে ফিরছে কেজিএফ ফ্র্যাঞ্চাইজি, তা খুবই স্পষ্ট। আর যাই হোক দারিদ্র্যের মাঝে মরবেন না, নিজের মাকে ইয়াশের করা এই শপথবাক্য দিয়ে শুরু হয় ট্রেলার। ক্রমে সঞ্জয় দত্তকে দেখা যায় অধীরা (Adheera) নামক খলনায়কের চরিত্রে। সঙ্গে রাভিনা ট্যান্ডনকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এইবারের কেজিএফ-এ!

কেজিএফ চ্যাপ্টার ২ KGF Chapter2 Yash

বলিসূত্রের খবর, কেজিএফ-এর নবতম সংস্করণের প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্ডুর (Vijay Kiragandur)। জানা গেছে কন্নড়, তেলেগু, হিন্দি, তামিল ছাড়াও মালয়ালি ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। কেজিএফের চ্যাপ্টার ২ -তে থাকছেন মালবিকা অবিনাশ (Malavika Avinash), প্রকাশ রাজ (Prakash Raj) ও শ্রীনিধি শেট্টি (Srinidhi Shetty)-এর অভিনেতা-অভিনেত্রীরাও!

কেজিএফ চ্যাপ্টার ২ KGF Chapter2 Yash

একটি সাক্ষাৎকারে ছবির পরিচালক প্রসান্থ নীল জানিয়েছেন, “এখনই ইউটিউবে ৪ কোটির গন্ডি পেরিয়েছে ট্রেলার। আশা করি এই ছবি সকল রেকর্ড ছারখার করে দেবে!” প্রযোজকের বক্তব্য, এখনই দর্শকরা যেরকম উছ্বসিত তাতে যথেষ্ট আশাবাদী কেজিএফ টিম। যদিও অন্যদিকে সমালোচকদের মতে, সেরকম গল্প না থাকলেও হয়তো শুধুমাত্র ভাল সিনেমাটোগ্রাফির জোরে হিট হবে কেজিএফ। যদিও এসব যে একেবারেই গায়ে মাখছেন না ‘মনস্টার’ ইয়াশ, তা বলাই যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥