• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুপি চুপি বিয়ে সেরে ফেললেন গৌরব- জ্যাসমিন! সিঁদূর রাঙানো সিঁথিতে ভাইরাল অভিনেত্রীর ছবি, জল্পনা তুঙ্গে

Published on:

একটা সময় পর্যন্ত প্রেমে লুকোচরি রাখঢাক ভালো। কিন্তু তারপর বুক চিতিয়ে প্রেম করাটাই উচিৎ। নিজেরা স্বাবলম্বী হলেই সোচ্চারে বলা যায়, “বেশ করেছি প্রেম করেছি, করবই তো।” আর বাংলা ধারাবাহিকের জনপ্রিয় জুটি জ্যাসমিন রায় ও গৌরব নিজেদের প্রেমকাহিনি সর্বসমক্ষেই প্রকাশ করে এসেছেন প্রথম থেকে।

 

View this post on Instagram

 

? . . . . . #blessed #thankyougodforeverything ??

A post shared by Jasmine Roy (@jasmineroyofficial) on

খুল্লাম-খুল্লা প্রেম করতেই ভালোবাসেন তারা। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই চোখে পড়বে তাদের প্রেমের নানান মিষ্টি মুহুর্তের ছবি। ত্রিনয়নী’ ধারাবাহিকের খলনায়িকা জ্যাসমিন রায়, এবং ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ-তে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করা গৌরব ইতিমধ্যেই টেলিপাড়ার পাওয়ার কাপল।

 

View this post on Instagram

 

Duggadugga?? . . . . . #bijayadashami2020 #love #foryou #blessed #thankyougodforeverything ??

A post shared by Jasmine Roy (@jasmineroyofficial) on

তবে কি এবার বিয়ে সেরে ফেললেন এই তারকা-জুটি? সিঁথি ভরতি সিঁদূরে সম্প্রতি ভাইরাল হয়েছে জ্যাসমিনের ছবি। তার এই ছবি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। প্রশ্ন উঠছে চুপি চুপিই এভাবে বিয়ে করে নিলেন গৌরব-জ্যাসমিন।

 

View this post on Instagram

 

?? @gourabofficial . . . . . #blessed #thankyougodforeverything ??

A post shared by Jasmine Roy (@jasmineroyofficial) on

তারপর জানা গেল, দূর্গা পুজোটা একে অপরের সঙ্গেই কাটিয়েছেন জ‍্যাসমিন ও গৌরব। সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একের পর এক ছবি। বিজয়া দশমীতে একসঙ্গে সিঁদুরও খেলেছেন দুজন। আর সেই সব ছবি দেখেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।

 

View this post on Instagram

 

#duggadugga @gourabofficial ♥️

A post shared by Jasmine Roy (@jasmineroyofficial) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥