টেলিপাড়ার জনপ্রিয় জুটি তৃণা সাহা (Trina Saha) ও নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। তবে সম্প্রতি রটে গিয়েছে দাম্পত্য জীবনে নাকি চীড় ধরেছে দম্পতির! এমনই গুঞ্জন মাথাচাড়া দিচ্ছে টেলিপাড়ার অলিগলিতে। মাত্র ২ বছর আগেই ২০২১ সালের ৪ ফ্রেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই জনপ্রিয় লাভ বার্ডস।
তাহলে হটাৎ কি হল? আসলে সদ্য গিয়েছে তৃণার জন্মদিন। কিন্তু এবছর তৃণার জন্মদিনে পাশে দেখা যায়নি নীলকে। বরং অন্যান্য বারের তুলনায় এবছর বেশ ছোট করেই জন্মদিন সেলিব্রেট করেছিলেন অভিনেত্রী। অন্যদিকে নীলও নাকি একাই গিয়েছিলে পাঠান দেখতে। তাছাড়া বেশ অনেকদিন হল সোশ্যাল মিডিয়ায় একসাথে কোনো ছবি কিংবা ভিডিও দেখা যাচ্ছে না নীল তৃণার।
আর এতেই দুইয়ে দুইয়ে চার করে অনেকেই মনে করছেন নীল-তৃণার সম্পর্কটা আর আগের মতো নেই। তাই সত্যিটা জানতে সম্প্রতি এইসময় ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল তৃণার সাথে। জল্পনা উড়িয়ে অভিনেত্রী সাফ জানিয়েছেন ‘আজকাল সবকিছুই সোশাল মিডিয়া ভিত্তিক হয়ে গিয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটের বাইরে কিছুই বুঝছেন না লোকজন’।
সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘সমস্যাটা সেই কারণেই। এর বাইরেও যে একটা জীবন আছে, সেটা কেউ মানতে রাজি নন। আমাদের সোশাল মিডিয়ায় একসঙ্গে দেখা যায় না। তাই আমাদের নাকি সম্পর্কও নেই! এমনটাই রটে গিয়েছে’।
তৃণার কথায় কিছুদিন আগেই নাকি লোকজন তাদের ডিভোর্স (Divorce) করিয়ে দিয়েছেন। এরপরেই নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন অনেকে এও বলতে শুরু করেন আমরা নাকি একসঙ্গে থাকি না! তবে এইসব নিয়ে আগে ভাবনাচিন্তা করতাম। কিন্তু, এখন আর ভাবি না। সোশাল মিডিয়ায় এসব রাবিশ আলোচনা হতেই থাকবে। এ নিয়ে বেশি ভেবে কোনও লাভ নেই। তবে আমরা ভালো আছি’।
প্রসঙ্গত এই মুহূর্তে আলাদা আলাদা প্রজেক্টে চুটিয়ে কাজ করছেন নীল তৃণা দুজনেই। একদিকে নীল অভিনয় করছেন বাংলা মিডিয়াম সিরিয়ালে। অন্যদিকে একই চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে তৃণার নতুন সিরিয়াল ‘বালিঝড়’।