• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলি নায়িকারা সাবধান! ভেজা শরীরে বোল্ড লুক, তৃণার ভিডিও দেখেই বেসামাল ভক্তরা

বাংলা বিনোদন জগতের (Tollywood) অত্যন্ত নামী একজন অভিনেত্রী (Actress) হলেন তৃণা সাহা (Trina Saha)। বহু জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। এখন স্টার জলসার ‘বালিঝড়’ ধারাবাহিকে নায়িকা ঝোড়ার চরিত্রে অভিনয় করছেন তিনি। এবার সেই অভিনেত্রীরই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, সবুজ রঙের একটি মনোকিনিতে জলকেলিতে মত্ত রয়েছেন তৃণা।

গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার (Social Media) শিরোনামে রয়েছেন ‘বালঝড়’ অভিনেত্রী। কাজের জন্য নয়, বরং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলছিল। শোনা গিয়েছিল, অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে তাঁর সংসার ভাঙতে চলেছে। যদিও পরে নীল এবং তৃণা দু’জনেই জানান, এই খবরে কোনও সত্যতা নেই। বরং তাঁরা নিজেদের মতো করে একসঙ্গে ভালো আছেন।

   

Trina Saha

তবে ব্যক্তিগত জীবনে যাই চলুক না কেন, প্রফেশনাল দিক থেকে তৃণা কিন্তু এখন বেশ ভালো জায়গায় রয়েছেন। সিরিয়ালের পাশাপাশি তিনি এবার নাম লিখিয়েছেন ওয়েব দুনিয়াতেও। সুন্দরী এই অভিনেত্রীকে ‘গভীর জলের মাছ’ ওয়েব সিরিজে দেখা যাচ্ছে। তৃণা অভিনীত চরিত্রের নাম দিতি।

অভিনয় জগতের মতো সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ড সক্রিয় তৃণা। মাঝেমধ্যেই নিজের নানান ছবি, ভিডিও সেখানে পোস্ট করে থাকেন তিনি। এবার যেমন, অভিনেত্রীকে দেখা গেল সুইমিং পুলে জলকেলি করতে। বলাই বাহুল্য, পর্দার ঝোড়াকে সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখে ফিদা হয়ে গিয়েছেন অনুরাগীরা।

Trina Saha in swimming pool

হইচইয়ের তরফ থেকে তৃণার এই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে সবুজ রঙের একটি মনোকিনি। চুল খোলা, গলায় সোনালি রঙের হার। তৃণাকে কখনও দেখা যাচ্ছে পুলের জলে ডুব দিতে, কখনও আবার জুসের গ্লাসে চুমুক দিতে। অভিনেত্রীকে একের পর এক হট পোজ দিতে দেখে রীতিমতো ঘায়েল হয়ে গিয়েছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Hoichoi (@hoichoi.tv)


উল্লেখ্য, বাংলা বিনোদন জগতের এই সুন্দরী নায়িকার জনপ্রিয়তা পাওয়া শুরু টেলিভিশনের হাত ধরে। ‘খোকাবাবু’, ‘কলের বউ’, ‘খড়কুটো’ সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘খড়কুটো’র গুনগুন চরিত্রটির জন্য। অভিনেতা কৌশিক রায়ের সঙ্গে তৃণার জুটি দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। ‘খড়কুটো’ শেষ হওয়ার পর এখন ‘বালিঝড়’এও তৃণা-কৌশিক জুটিকে দেখা যাচ্ছে। তাঁদের সঙ্গে রয়েছেন ‘ধুলোকনা’ খ্যাত ইন্দ্রাশিস রায়ও।