• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভবিষ্যতে কি আছে জানি না! আবেগপ্রবণ পোস্টে কিসের ইঙ্গিত দিলেন তৃণা?

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন তৃণা সাহা (Trina Saha)। ছোট পর্দা থেকে বড় পর্দা কিংবা ওয়েব সিরিজ বিনোদনের প্রতিটা মাধ্যমেই এই মুহূর্তে দাপিয়ে কাজ করছেন তৃণা । এরইমধ্যে দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে সাত বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী।

তবে দীর্ঘ এই সাত বছরের সফরে তাঁর অভিনয়ের ঝুলিতে রয়েছে চারটি সুপার হিট মেগা সিরিয়াল, তিনটি ছবি, তিনটি ওয়েব সিরিজ এবং কিছু আঞ্চলিক এবং জাতীয় বিজ্ঞাপন। প্রসঙ্গত অভিনয়ে আসার আগে একটা সময় বেশ কিছুদিন ক্যামেরার পিছনেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন তৃণা। এমনসময় হঠাৎ করেই তাঁর কাছে আসে অভিনয় করার প্রস্তাব।

   

Balijhor Last Day of Shooting Jhora Trina Saha

এরপরে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে যায় তৃণার। ক্যামেরার পিছন থেকে আচমকা চলে আসেন লাইম লাইটে।  প্রথম সিরিয়ালেই সুযোগ আসে নায়িকা হওয়ার। এরপর বাকিটা ইতিহাস। স্টার জলসার ‘খোকাবাবু’ সিরিয়ালের তরী হয়েই প্রথম অভিনয় হাতেখড়ি হয়েছিল তৃণা সাহার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,তৃণা সাহা,Trina Saha,সাত বছর,7th Years,অভিনয় জীবন,Acting Career,খোকাবাবু,Khokabau,তরী,Tori

দেখতে দেখতে মাঝখানে কেটে গিয়েছে সাতটা বছর। ২০১৬ সালের ৯ মে অভিনয় জীবনের পথ চলা শুরু হয়েছিল তৃণার। গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল সেই দিনের বিশেষ পূর্তি। তাই পুরনো দিনের স্মৃতিচারণায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট করেছিলেন তৃণা। স্মৃতির পাতায় ডুব দিয়ে ইনস্টাগ্রামে অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন খোকাবাবু সিরিয়ালের বেশ কিছু দৃশ্যের ছবি।


এছাড়া পরে একটি লাইভ ভিডিওতে এসেও অনুরাগীদের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। স্মৃতির ঝাঁপি খুলে ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘৭ বছর আগে এই দিনেই নিজেকে প্রথম টেলিভিশনে দেখেছিলাম। বাকিদের মতো আমিও প্রথমে ভেবেছিলাম এখানে আমি তিন মাসও টিকবো না। দীর্ঘ সময় ধরে কাজ, কড়া ডেডলাইন, চাপের পরিস্থিতি এই সব কিছুই আমার শরীর এবং মানসিক স্বাস্থ্যের প্রভাব ফেলেছিল’।

 


সেইসাথে অভিনেত্রী লিখেছেন ‘ চারটি ধারাবাহিক তিনটি ওয়েব সিরিজ এবং কিছু আঞ্চলিক এবং জাতীয় এনডোর্সমেন্ট করার পর মনে হচ্ছে সেই খাটনি খানিকটা হলেও সার্থক’। এছাড়া এদিন এই দীর্ঘ সফরে অভিনেত্রীর পাশে থাকার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লিখেছেন ‘জানিনা ভবিষ্যতে কি আছে কিন্তু সকলের থেকে যদি এরকম সমর্থন এবং ভালোবাসা পেতে থাকি তবে কাজের অভাব হবে না।  আমাকে আপন করে নেওয়ার জন্য ধন্যবাদ’।