• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই যা পারল না করে দেখাল গুনগুন! খুব শিগগিরই বড় পর্দার মুখ্য চরিত্রে দেখা যাবে তৃণা সাহাকে

এই মুহুর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকের সুবাদে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন সকলের প্রিয় গুনগুন ওরফে অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। ধারাবাহিকের শুরুতে TRP তালিকায় বেশ পোক্ত জায়গা ধরে রাখতে সক্ষম হলেও এই মুহুর্তে খড়কুটো ধুঁকছে দর্শকদের অভাবে। তবে গুনগুন অভিনেত্রী তৃণা সাহা বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন এই ধারাবাহিক করেই। সোশ্যাল মিডিয়ায় তার কয়েক লক্ষ ফলোয়ার্স। এবার তাদের জন্যই বড়সড় সুখবর এনে হাজির করলেন তৃণা সাহা।

এর আগেও বড়পর্দায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তৃণা। তবে এবার তিনি একদম মুখ্য চরিত্রেই অভিনয় করবেন বড় পর্দায়৷ পরিচালক অরিন্দম শীল ফের একবার হাজির হচ্ছেন তাঁর নতুন রহস্য-রোমাঞ্চ সিনেমা ‘ইস্কাবনের বিবি’ নিয়ে। শহরের একটি নামি হাসপাতালে রাতের অন্ধকারে চলে দেদার কালোবাজারি। অসৎ কাজ সেখানে এতটাই হয় যে দুর্নীতির আঁতুরঘর হয়ে উঠেছে ওই হাসপাতাল।

   

তৃণা সাহা,খড়কুটো,গুনগুন,টলিউড,Trina Saha,Khorkuto,gungun,tollywood

ঘটনাচক্রে সেই জালিয়াতদের খপ্পরেই পা দেবেন তৃণা এবং অরুণিমা ঘোষ। তবে সমাজ থেকে এই নোংরা দুর্নীতি মুক্ত করতে তারা নিজেরাই হয়ে উঠবেন অপরাধী। এখানেই ছবির আসল চমক। পরে যদিও আসল অপরাধীদের নোংরা মুখোশ টেনে খুলেও দেবেন তৃণারাই। পরিচালকের দাবি ছবির পরতে পরতে থাকবে নিত্যনতুন চমক।

Trina Saha Mistake Olympic Gold Medal winner Neeraj Chopraname

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিচালক জানান, ‘একটু অন্য রকম থ্রিলার বা সাসপেন্স উপহার দিতেই এক ধাঁচের গোয়েন্দা গল্পের বাইরে বেরিয়েছি আমরা’। এই ছবিটি পীযূষ সাহের গল্প থেকে অনুপ্রাণিত। ছবিটির শ্যুটিং এপ্রিলে শুরু হবে।’ এই ছবিতেই প্রথমবার তৃণা সাহাকে মুখ্য চরিত্রে দেখা যাবে।