• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হটাৎ নিজের বিয়ে সেরে ফেললেন তৃনা সাহা! নেটদুনিয়ায় তুমুল হৈচৈ, ভাইরাল বিয়ের ভিডিও

Published on:

বাঙালি অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha ), যদিও তাকে লোকে ইদানিং গুনগুন নামেই বেশি চেনে। কারণ তৃনাকে এখন দর্শকেরা টিভির পর্দায় “খড়কুটো (Kharkuto ) ধারাবাহিকে দেখে অভ্যস্ত। “খড়কুটো” ছাড়াও “খোকাবাবু (Khokababu ) ও “কলের বৌ (Koler Bou ) ধারাবাহিকে অভিনয় অভিনেত্রীকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে।

সোশ্যাল মিডিয়াতে এই বাঙালি অভিনেত্রীর ভক্তের সংখ্যা কম নয়। নিজের সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় তৃনা।  মধ্যেই নিজের ফটোশুট থেকে ইন্সটা রিল শেয়ার করে থাকেন নিয়মিত। সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি  করেছেন। যেখানে তৃনা সাহাকে দেখা যাচ্ছে বিয়ের কনের সাজে। বধূর বেশে তৃনাকে দেখে প্রথমে নেটিজনদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি নীলের সাথেই হয়ে গেল বিয়ে!

নেটিজেনদের এই প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী নিজেই। তৃনা বলেন ষ্টার জলসার ধারাবাহিক “খড়কুটোয়” তৃনার বিয়ে হবার কথা। সেই বিয়ের দৃশ্যই এদিন ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। তবে, বধূরূপের তৃনাকে বেশ মনে ধরেছে দর্শকদের। তৃনা সকলকে তার বিয়েতে আমন্ত্রণ জানিয়েছে। সাথে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড সং হিসাবে ব্যবহার করেছে “বাবা মে টেরি মালিকা, দেহলিজ উচি হে পার  করাদে” গানটি। তৃনার বিয়ের এই ভিডিও দেখে নেটিজেনরা এবার তৃনাকে সত্যি সত্যি ছাদনাতলায় দেখার অপেক্ষায় রইল।

https://www.instagram.com/p/CGfGWRABHY_/

প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃনা ও নীল ভট্টাচার্য ( Neel Bhattacharya ) পূজা উপলক্ষে স্পেশাল ফটোশুট করেছে। সেখানে দুজনকেই লাল সাদা পোশাকে দেখা গিয়েছিল। ফটোশুটের সাথে একটি নাচের ভিডিও শেয়ার করা হয়, সেখানে “ঝুম বরাবর ঝুম” ও “ফালাক তাক” গানে নাচতে দেখা গেছে এই দুই অভিনেতা ও অভিনেত্রীকে।

তৃনা যেমন খড়কুটোতে নীল চক্রবর্তীর বৌ হয়ে চলেছে। তেমনি তৃনার সাথে অভিনয় করা নীল ভট্টাচার্য জি বাংলায় শ্যামা ধারাবাহিকে শ্যামার স্বামী ভূমিকায়  অভিনয় করছে। শ্যামা ধারাবাহিকেও নীল ভট্টাচার্যর অভিনয় বেশ সমাদৃত হচ্ছে দর্শক মহলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥