• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে ধামাকাদার এন্ট্রি গুনগুনের! কিয়ারার সাথে বিচ্ছেদের পর সিদ্ধার্থের সাথে রোমান্টিক নাচ তৃণার

তৃণা সাহা,বলিউড,শেরশাহ,সিদ্ধার্থ মালহোত্রা,রিল ভিডিও,গুনগুন,Siddharth Malhotra,gungun,trina saha,Bollywood

এই মুহুর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকে দুর্দান্ত অভিনয়ের জেরে সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছে গুনগুন (Gungun) ওরফে তৃণা সাহা। এখনও পর্যন্ত বড় পর্দায় নায়িকা হিসেবে পসার জমাতে না পারলেও টুকটাক ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে তাকে। কিন্তু এবার এক্কেবারে টলিউড পেরিয়ে নাকি বলিউডে পা রাখতে চলেছেন গুনগুন। অনেকদিন ধরেই, শোনা যাচ্ছিল গুঞ্জন অবশেষে আজ সকালেই তৃণার পোস্ট করা একটি ভিডিও দেখে কার্যত হতবাক নেটনাগরিকরা।

অনুরাগীদের কার্যত সারপ্রাইজ দিলেন গুনগুন। লাল পাড় সাদা শাড়ি। গা ভর্তি গয়না। খোঁপায় ফুল। আটপৌরে বাঙালি সাজে ‘গুনগুন’ তৃণা সাহা, এই লুকে আগেও তাকে দেখেছে দর্শক। তাই নিশ্চই ভাবছেন এ আর কী এমন সারপ্রাইজ। কিন্তু, তার সাথে যাকে দেখা গেল তিনি আর টলিউডের কেউ নন। এদিন তৃণা একটি রিল ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় যেখানে অভিনেত্রীকে ‘শেরশাহ’ খ্যাত সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) সাথে নাচতে দেখা যায়।

তৃণা সাহা,বলিউড,শেরশাহ,সিদ্ধার্থ মালহোত্রা,রিল ভিডিও,গুনগুন,Siddharth Malhotra,gungun,trina saha,Bollywood

জনপ্রিয় ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ‘ইশক ওয়ালা লাভ’-এ রোমান্সে মজলেন তৃণা এবং সিদ্ধার্থ। শুধু তাইই নয় তৃণার জন্য হাঁটু মুড়ে বসে পড়েছিলেন সিদ্ধার্থ। কিয়ারার সাথে সম্পর্কের গুঞ্জনের মাঝেই তৃণার সাথে এহেন ঘনিষ্ঠতা ভাবাচ্ছে দর্শকদের। প্রশ্ন উঠছে তবে কি এবার, সিদ্ধার্থের বিপরীতেই বলিউডে ডেবিউ করবেন তৃণা?

তৃণা সাহা,বলিউড,শেরশাহ,সিদ্ধার্থ মালহোত্রা,রিল ভিডিও,গুনগুন,Siddharth Malhotra,gungun,trina saha,Bollywood

এই প্রসঙ্গে, একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, একটি অ্যাপের ক্যাম্পেইন এবং প্রোমোশনের জন্যই মুম্বই গিয়েছিলেন তৃণা। সেখানে গিয়েই পছন্দের নায়ক সিদ্ধার্থের সাথে তৃণার দেখা। কথা প্রসঙ্গে তৃণা জানতে পারেন, সিদ্ধার্থও রিল বানাতে ভালোবাসেন। যেমন বলা তেমন কাজ, দুজনে আর দেরি না করে বানিয়ে ফেলেন রিল। তারা নাকি একটি বাংলা গানেও রিল বানিয়েছেন।

তৃণা সাহা,বলিউড,শেরশাহ,সিদ্ধার্থ মালহোত্রা,রিল ভিডিও,গুনগুন,Siddharth Malhotra,gungun,trina saha,Bollywood

তৃণার কথায়, “আমি দেখলাম, বাংলার শিল্পীদের প্রতি ওর আলাদা একটা সম্মান আছে। সেটা ওর সঙ্গে কথা বলতে গিয়েই বুঝতে পেরেছি। মানুষ হিসেবে সিদ্ধার্থ খুবই ভালো। মাটির কাছাকাছি থাকতে ভালোবাসে। ও যে এত বড় একজন তারকা, সেটা একবারও বুঝতে দেয় না। খুব মিশুকে।”

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥