• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গুনগুনের পাগলামি আর গেলো না! এই বয়সে হানিমুনে বরের পিঠে চেপে ছবি শেয়ার করলেন তৃণা সাহা

Published on:

তৃণা সাহা Trina Saha Neel Bhattacharya নীল ভট্টাচার্য

টিভিতে নানা চ্যানেলে নানা সিরিয়ালের ভিড়ে মাঝে নিজেদের পছন্দের সিরিয়াল কি আর মিস করা যায়! দর্শকদের প্রিয় সিরিয়ালের তালিকায় রয়েছে খড়কুটো (Khorkuto)। ছটফটে গুনগুনের পাগলামোর সাথে সৌজন্যের কম্বিনেশনে সিরিয়ালের প্লট জমজমাট। প্রতিটা পর্বই যেন হিট শুধু গুনগুন থাকলেই হল। গুনগুন চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। তবে রিল লাইফে সৌজন্যের সাথে বিয়ে হলেও বাস্তবে কিন্তু কৃষ্ণকলি সিরিয়ালের নীল ভট্টাচার্যের (Neel Bhattacharya) সাথে বিয়ে করেছেন তৃণা ।

এক দশকের বেশি সময় ধরে প্রেম করার পর বিগত ফেব্রুয়ারি মাসেই বিয়ে সেরেছেন নীল তৃণা। বিয়েও ছিল একেবারে রাজকীয়, বাগদান থেকে বিয়ে এমনকি রিসেপশন সবেতেই ছিল এলাহী আয়োজন। বিয়ের অনুষ্ঠানে এক সে এক সেলিব্রিটিরা হাজির হয়েছিলেন, বলতে গেলে চাঁদের হাটে পরিণত হয়েছিল বিয়েবাড়ি।

Neel Trina

সাধারণত বিয়ের পরেই হানিমুনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সেলিব্রিটিরা। কিন্তু নীল-তৃণার ক্ষেত্রে সেটা হয়নি, একে সিরিয়ালের কাজের চাপ অন্যদিকে নির্বাচনের আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন দুজনেই। তাই হানিমুনের প্ল্যান স্থগিত ছিল। তবে কিছুদিন আগে কাজের ফাঁকে বন্ধুদের সাথে দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন নীল-তৃণা। বন্ধুদের সাথে গেলেও বলতে গেলে এটাই ছিল মিনি হানিমুন নীল-তৃণার জন্য।

দার্জিলিংয়ে বোট রাইডিং থেকে শুরু করে নানান অ্যাডভেঞ্চার করেছেন দুজনে। সেখান থেকে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন নীল ও তৃণা দুজনেই। সম্প্রতি আবারো মিনি হানিমুনের একটি ছবি শেয়ার করেছেন তৃণা সাহা। ছবিতে নীলের কাঁধে চেপে থাকতে দেখা যাচ্ছে তৃণাকে।

তৃণা সাহা Trina Saha Neel Bhattacharya নীল ভট্টাচার্য

আসলে সিরিয়ালের গুনগুন আর বাস্তবের গুনাগুনের মধ্যেই পাগলামিটা যেন কমন আছে! সেই জন্যই তো বরের সাথে মাঝে মধ্যেই নানান পাগলামি আর খুনসুটির ভিডিও দেখতে পাওয়া যায় তৃণার ইনস্টাগ্রাম ওয়ালে। ছবিটি শেয়ার হবার পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥